Wednesday 05 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে ট্রাক চাপায় ৬ জন নিহতের ঘটনায় চালক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৫ ১২:১৯

ঘটনাস্থল।

নোয়াখালী: নোয়াখালীর কবিরহাট উপজেলায় ট্রাক চাপায় সিএনজি চালিত অটোরিকশা চালকসহ ৬ জন নিহতের ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় ট্রাক চালক আব্দুর জাহের (৪০)কে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার আব্দুর জাহের লক্ষীপুর জেলার চরবাদাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চরশিতা গ্রামের মোসলেহ উদ্দিনের ছেলে।

বুধবার (৫ নভেম্বর) সকালে নিহত সিএনজি চালিত অটোরিকশা চালক খোকনের ছেলে বাদী হয়ে সড়ক দুর্ঘটনা আইনে এ মামলা দায়ের করেন।

এর আগে, গতকাল বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার কবিরহাট টু বসুরহাট সড়কের আলিয়া মাদরাসার সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অটোরিকশা চালক খোরশেদ আলম খোকন, নোয়াখালী কলেজের তৃতীয় বর্ষের ছাত্র তানিম হাসান ও ছাত্রী ইসরাত জাহান, বিবি কুলসুম, জান্নাত ও মো. সুমন।

বিজ্ঞাপন

কবিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শাহীন মিয়া বলেন, এ ঘটনায় ট্রাক চালককে আসামি করে মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বুধবার দুপুরে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

সারাবাংলা/এনজে