Wednesday 05 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শরিয়াহভিত্তিক ৫ ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল

স্টাফ করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৫ ১৫:১৮ | আপডেট: ৫ নভেম্বর ২০২৫ ১৬:২৬
কোলাজ ছবি : প্রতীকী

ঢাকা: একীভূতকরণের লক্ষ্যে সমস্যাগ্রস্ত শরিয়াহভিত্তিক ৫ ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (০৫ নভেম্বর) ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের চিঠি দিয়ে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ব্যাংকগুলো হচ্ছে- সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও এক্সিম ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, আজ (বুধবার) বিকেলে অনুষ্ঠেয় এক সংবাদ সম্মেলনে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাবে বাংলাদেশ ব্যাংক।

উল্লেখ্য, ব্যাংকগুলো একীভূত করে একটি বৃহৎ ইসলামী ব্যাংক গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে ব্যাংকগুলোর বোর্ড ভেঙে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

জানা যায়, বিগত সরকারের আমলে উল্লেখিত ৫ ব্যাংকের মধ্যে ৪টির মালিকানায় ছিল এস আলম গ্রুপ। আর একটির মালিকানায় ছিলেন নজরুল ইসলাম মজুমদার। ওই সময়ে ব্যাংকগুলো থেকে নামে-বেনামে হাজার হাজার কোটি টাকা সরিয়ে নেয়া হয়। ফলে ব্যাংকগুলোর আর্থিক অবস্থা দুর্বল হয়ে পড়ে। এতে গ্রাহকের জমানো অর্থ ফেরত দিতে পারছে না। এমন পরিস্থিতিতে এসব ব্যাংকে একীভূত করার উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক। এতে সরকারও সম্মতি দিয়েছে।