শাবিপ্রবি: প্রতিষ্ঠার তিন দশক পর গঠিত হলো সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অ্যালামনাইয়ের আহ্বায়ক কমিটি। ১১৩ সদস্য বিশিষ্ট এই কমিটিতে রসায়ন বিভাগ প্রথম ব্যাচের শিক্ষার্থী ড. মুজিবুর রহমান ও অর্থনীতি বিভাগ দ্বিতীয় ব্যাচের শাব্বির আহমদ চৌধুরিকে যৌথভাবে আহ্বায়ক এবং পরিসংখ্যান বিভাগ দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিনকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেন্টারের সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়। প্রতিষ্ঠার পর এই প্রথম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অ্যালামনাই গঠিত হওয়ায় ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে।
কমিটি ঘোষণা উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে শাবি উপাচায অধ্যাপক ড. সরওয়ারউদ্দিন চৌধুরী, উপ-উপাচায অধ্যাপক ড. সাজেদুল করিম, কোষাধক্ষ্য অধ্যাপক ড. মো: ইসমাইল হোসেনসহ সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সৈয়দ জয়নুল হক, মোহাম্মদ আরিফ আলী রাব্বানী, জায়েদুর রহমান চৌধুরী, আব্দুল্লাহ আল মামুন ভূঁইয়া, কামরুল হাসান মিঠু, নাজমুল ইসলাম জুয়েল ও প্রফেসর ড. শফিকুল ইসলাম।
সহ-সদস্য সচিব হিসেবে আছেন সৈয়দ এ এস সুলতান, মখলিছুর রহমান পারভেজ, এড. মোহাম্মদ দিলোয়ার হোসেন শামীম, প্রফেসর ড. রেজোয়ান আহমেদ ও প্রফেসর ড. জামাল উদ্দিন। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রফেসর ড. সাইফুল ইসলাম এবং সহ-কোষাধ্যক্ষ হিসেবে আছেন মোহাম্মদ তাহমিদ বখত চৌধুরী ও ড. সাইফুল ইসলাম।
এছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ আব্দুস সালাম, খুরশিদ আলম হিটু, দেলওয়ার ইসলাম টিটু, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, আমিনুল ইসলাম শামিম, মোহাম্মদ মহব্বত উল্লাহ, মোহাম্মদ বেলাল হোসেন, মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ ফজলুল হক সাম, ফয়ছল আহমদ, মোহাম্মদ নুরুজ্জামান, কামরুল আহমদ কাবেরী, মাসুদ রানা, মোসলেহ উদ্দিন খুশবু, অমিতাভ চক্রবর্তী, ফারুক আহমদ, শাহাদাত হোসেন চৌধুরী, মাহবুব আলম ডিউক, আবিদুর রহমান রাজু, সৈয়দ ইমতিয়াজ ফারুক, রাশেদুল হক, ব্যারিস্টার আবুল ফজল, তারেক আহমেদ চৌধুরী, মোহাম্মদ খোরশেদ আলম, প্রফেসর ড. এসহাক মিয়া, ড. শফিকুর রহমান চৌধুরী, প্রফেসর ড. শাহাদাত হোসাইন, আশরাফুল আলম বাচ্চু, সাইদুজ্জামান খান, তারেক বিন আজির, মোহাম্মদ কুদরতে এলাহী পুনম, নুরুজ্জামান বিশ্বাস, মোহাম্মদ আখতারুজ্জামান বিন্টু, নজরুল ইসলাম, মো. আব্দুর রাজ্জাক, মো. আমিনুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ মুসা, আবু সাদাত মওদুদ, মোহাম্মদ কাশ্মীর রেজা, ড. খালিদুর রহমান, মোহাম্মদ জে এ সিদ্দিকী (শামীম), প্রফেসর আনোয়ার হোসেন, আ ফ ম জাকারিয়া, মোহাম্মদ মতিয়ার রহমান, আজিজুল ইসলাম শামীম, তানভিরুল ইসলাম, ড. আ হালিম, সঞ্জয় কৃষ্ণ বিশ্বাস, সুমন চন্দ্র পাল, প্রফেসর ড. পাবেল শাহরিয়ার, আবু সালেক মো. ফাহিম চৌধুরী, আজিজুর রহমান সোহাগ, প্রফেসর ড. ওমর ফারুক, শাহ মো. আতিফুল, মোহাম্মদ আতিকুল হক, সৈয়দা আফসানা মুন, প্রফেসর ড. তাজমুন নাহার, মো. নূর উদ্দীন, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ এজাজ, আখলাকুর রহমান, ইমরান হাসান লস্কর, মোহাম্মদ বরকত হায়াত, মো. ফুয়াদ আহমদ, নাজমুল হুদা শাহীন, সুদীপ জ্যোতি, মোহাম্মদ আলমগীর মিয়া, রহিমা খাতুন হালিমা বেগম, সাদেক মিয়া, এস এম আবু তাহের, মহরম আলী মাসুদ, সৈয়দ জয়নাল আবেদীন আবেদ, রেহেনা আফরোজ মনি, মো. মেহেদী মাসুদ ফয়সাল, আবু মুসা মোহাম্মদ তারেক, মোহাম্মদ মাইনুল হাসান, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, আবির রহমান বন্ধন তানভির, মেসবাহ শিমুল, মুক্তি খাতুন, সাইফুল ইসলাম সুজন, মুসতাক আহমেদ কয়েস, এম এ রাকিব, সরকার জসিম উদ্দিন সম্রাট, আসাদ খান সাদী, রেজাউল করিম, আফসানা বেগম, রিপন মাহমুদ, ইমরান হোসাইন, মোহাম্মদ উমর ফারুক, মোহাম্মদ আসাদুল্লাহ আল-আল গালীব, সাকুফা চৌধুরী, বশিরুল হক, মো: আব্দুল মজিদ ও প্রফেসর মো. মুরাদ।
আহ্বায়ক কমিটি শাবিপ্রবি কেন্দ্রীয় অ্যালামনাইয়ের কাঠামো ও গঠণতন্ত্র প্রণয়ন, নিবন্ধনসহ প্রাথমিক কার্যক্রম পরিচালনা করবে এবং শিগগিরই পূর্ণাঙ্গ কেন্দ্রীয় এলামনাই গঠনের লক্ষে গঠনতন্ত্রের আলোকে নির্বাচন আয়োজন করবে।