Wednesday 05 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্গাপুর উপজেলা চেয়ারম্যান ঝুমাসহ গ্রেফতার ৭

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৫ ১৬:০৪ | আপডেট: ৫ নভেম্বর ২০২৫ ১৬:৩৮

প্রতীকী ছবি

ঢাকা: দুর্গাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস ঝুমাসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও সাত নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও সাত নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতাররা হলেন- নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস ঝুমা ওরফে ঝুমা তালুকদার (৪০), সাভার উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক নাসির আহমেদ (৫২), ভাষানটেক থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাসান আলী মোল্লা (৫৪), আওয়ামী লীগ কর্মী জুবায়ের হোসেন ওরফে মামুন (৪৮), কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার দিলালপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি আশরাফ সিদ্দিকী (৫১), আওয়ামী লীগ কর্মী মো. রমজান (৪৭), রূপগঞ্জ থানার কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মোশারফ ভুঁইয়া (৪৯)।

বিজ্ঞাপন

ডিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল আনুমানিক ৫টায় ডিবি-মিরপুর বিভাগ হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে নাসির আহমেদকে ও রাত আনুমানিক ১০টায় ভাটারা থানার বারিধারা এলাকা থেকে হাসান আলী মোল্লাকে গ্রেফতার করে।

মঙ্গলবার দুপুর আনুমানিক ২টায় ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম পল্টন থানাধীন গুলিস্তান এলাকায় অভিযান পরিচালনা করে আশরাফ সিদ্দিকী ও মো. রমজানকে গ্রেফতার করে।

অন্যদিকে মঙ্গলবার দিবাগত রাত (৫ নভেম্বর) আনুমানিক ১টায় ২০ মিনিটে ডিবি-মতিঝিল বিভাগ বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মোশারফ ভূইয়াকে ও রাত আনুমানিক দেড়টায় আদাবর থানাধীন শ্যামলী আবাসিক এলাকা থেকে জুবায়ের হোসেন ওরফে মামুনকে গ্রেফতার করে ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ।

বুধবার (৫ নভেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৮টায় জান্নাতুল ফেরদৌস ঝুমা ওরফে ঝুমা তালুকদারকে ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করে ডিবি-মতিঝিল বিভাগ।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাবাংলা/ইউজে/ইআ
বিজ্ঞাপন

কারণ ছাড়াই হাসি পায় কেন?
৫ নভেম্বর ২০২৫ ১৬:৩৫

শহিদ সোহাগের মরদেহ উত্তোলন
৫ নভেম্বর ২০২৫ ১৬:৩১

আরো