ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে লড়বে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।
বুধবার (৫ নভেম্বর) দুপুরে এক ফেসবুক পোস্টে তিনি এ কথা জানান।
নিজের অফিসিয়াল ফেসবুক পেজে তিনি লিখেছেন- “এই ঐতিহাসিক নির্বাচন এনসিপি নিজস্ব সক্ষমতায় লড়বে। কোনো সমঝোতা করা হবে না। ইনকিলাব জিন্দাবাদ।”

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন-এর ফেসবুক পোস্ট – (সংগৃহীত )
এর আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও জানিয়েছেন যে, দলটি দেশের রাজনৈতিক পরিবর্তনের ধারায় ‘নিজেদের শক্তি ও আদর্শের ওপর নির্ভর করেই’ নির্বাচনে অংশ নিতে চায়।
দলীয় সূত্রে জানা যায়, এনসিপি ইতোমধ্যে সারাদেশে প্রার্থী চূড়ান্তের কাজ এগিয়ে নিচ্ছে। আসন্ন নির্বাচনে দলটি ‘শাপলাকলি’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানা গেছে।