ঠাকুরগাঁও: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের তিনটি আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রার্থী ঘোষণা করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) দুপুরে জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. আবু সায়েম এ তথ্য নিশ্চিত করেন।
মনোনীত প্রার্থীরা হলেন- ঠাকুরগাঁও-১ আসনে সিপিবির জেলা কমিটির সভাপতি কমরেড ইয়াকুব আলী, ঠাকুরগাঁও-২ আসনে হরিপুর উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক সাহাবউদ্দিন আহমেদ এবং ঠাকুরগাঁও-৩ আসনে পীরগঞ্জ উপজেলা কমিটির সভাপতি প্রভাত সমীর শাহজাহান আলম।
সিপিবি’র সাধারণ সম্পাদক অ্যাড. আবু সায়েম জানান, মঙ্গলবার (৪ নভেম্বর) উদীচী কার্যালয়ে জেলা কমিটির সভাপতি ইয়াকুব আলীর সভাপতিত্বে আয়োজিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি আরও জানান, কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট দুঃশাসনের পুনরাবৃত্তি ও উগ্র সাম্প্রদায়িক ডানপন্থী গোষ্ঠীর আস্ফালন রুখতে গণমানুষের ঐক্য ও সংগ্রাম এগিয়ে নিন। বামপন্থী-গণতান্ত্রিক সরকার গঠন করুন; প্রতিপাদ্যকে ধারণ করে আগামী ১৪ নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জাতীয় সমাবেশের ডাক দিয়েছে। জাতীয় সমাবেশ সফল করতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য চৌধুরী আনোয়ার হোসেন, আবেদ হোসেন, সৈয়দ মিজানুর রহমান, রেজয়ানুল হক রিজু, জেলা কমিটির সদস্য প্রভাত সমীর শাহজাহান আলম, অধ্যাপক সাহাবউদ্দিন আহমেদ ও আব্দুল মান্নান প্রমুখ।