রংপুর: রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং পেশায় শিক্ষক গোলাম রব্বানীকে ফেসবুকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আরেক শিক্ষক গোলাম রব্বানী।
মঙ্গলবার (৪ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দীর্ঘ স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আমরা দুজনই একই নাম, একই মাটির সন্তান, শিক্ষক সমাজের প্রতিনিধি—রাজনৈতিক মতাদর্শে ভিন্নতা থাকলেও লক্ষ্য এক; সুশাসন, ন্যায় ও জনকল্যাণ।’
জামায়াত প্রার্থী স্ট্যাটাসে লিখেছেন, ‘আমি দাঁড়িপাল্লা প্রতীকে, ভাই গোলাম রব্বানী ধানের শীষে। নাম এক, প্রতীক ভিন্ন—কিন্তু লক্ষ্য এক মিঠাপুকুরকে অন্যায়ের অন্ধকার থেকে মুক্ত করে ন্যায়ের আলোয় আলোকিত করা। আমরা প্রতিদ্বন্দ্বী নই, সমাজ পরিবর্তনের সহযাত্রী।’
তিনি আরও লিখেছেন, ‘রাজনীতি যদি নৈতিকতার মঞ্চ হয়, তাহলে প্রতিটি প্রতিযোগিতাই হবে চরিত্র ও সততার উজ্জ্বল প্রদর্শনী। আল্লাহ আমাদের দুজনকেই সত্যের পথে পরিচালিত করুন।’
এমন ফেসবুক পোস্টকে ‘উদারতার দৃষ্টান্ত’ বলে প্রতিক্রিয়া দিয়েছেন নেটিজেনরা। জুয়েল তৌহিদুল ইসলাম নামে এক নেটিজেন লিখেন, ‘সৌহার্দ্যপূর্ণ নির্বাচনের দৃষ্টান্ত। দুজনকেই শুভকামনা।’
আলমগীর মিয়া লিখেছেন, ‘মিঠাপুকুরের চাওয়া টেকসই উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ।’ মারজান আব্দুল্লাহ লিখেছেন, ‘এই পোস্ট বিভাজনের পথ রুদ্ধ করার অনন্য দৃষ্টান্ত।’ মনিরুল ইসলাম লিখেছেন, ‘আশিকুর (সাবেক এমপি ও মন্ত্রী-রাশেকের (আশিকুরের ছেলে) লুটপাটের পর এবার শান্তি চাই।’
গোলাম রব্বানী বিএনপির প্রার্থী। তিনি ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মিঠাপুকুর উপজেলা বিএনপি সভাপতি ও স্থানীয় কলেজের শিক্ষক তিনি।
আর গোলাম রব্বানী জামায়াতের প্রার্থী। তিনি দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি জামায়াতের কেন্দ্রীয় নেতা ও স্থানীয় কলেজের শিক্ষক।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ‘দুই প্রার্থীর একই নাম ও শুভেচ্ছা বিনিময় ভোটারদের মধ্যে বিভ্রান্তি কমাতে পারে, আবার ইতিবাচক রাজনীতির নজিরও গড়তে পারে।’