Wednesday 05 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

স্পেশাল‌ করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৫ ১৭:০৫

মরদেহ। প্রতীকী ছবি

বগুড়া: বগুড়ায় মোফাজ্জল হোসেন মোফা (৫২) নামের এক ব্যাটারিচালিত অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৫ নভেম্বর) সকালে শাজাহানপুর উপজেলার ফুলদীঘি এলাকা থেকে  মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মোফাজ্জল হোসেন মোফা শাজাহানপুর উপজেলার খলিশাকান্দি গ্রামের মোবারক আলীর ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন।

জানা গেছে, মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে মোফাজ্জল হোসেন অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফিরেননি। বুধবার সকালে মরদেহ উদ্ধারের খবর পেয়ে তার পরিচয় নিশ্চিত করেন স্বজনেরা। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বিজ্ঞাপন

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম শফিক জানান, মোফাজ্জল হোসেন’র শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। গলার কিছু অংশ কাটা অবস্থায় পাওয়া গেছে। তবে অটোরিকশাটির সন্ধান মিলেনি। মৃত্যুর রহস্য উদঘাটনে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

বিজ্ঞাপন

কারণ ছাড়াই হাসি পায় কেন?
৫ নভেম্বর ২০২৫ ১৬:৩৫

আরো

সম্পর্কিত খবর