Wednesday 05 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পক্ষপাতিত্বমূলক তফসিল ঘোষণা হলেও আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো’

জবি করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৫ ১৭:১৫

বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নিচে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন।

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম বলেছেন, ‘নির্বাচন কমিশনারের পক্ষপাতিত্বমূলক আচরণ লক্ষ্য করে সার্বিক পরিস্থিতি শান্ত রাখতে ও শিক্ষার্থীদের কল্যাণের কথা মাথায় রেখে আমরা ২২ ডিসেম্বর নির্বাচন মেনে নিচ্ছি এবং নির্বাচনে অংশগ্রহণ করবো।’

বুধবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নিচে ডাকা এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিয়াজুল ইসলাম বলেন, ‘তবে আমরা আশা করব নির্বাচন কমিশন তাদের এই পক্ষপাতমূলক আচরণ পরিহার করবে এবং সব সংগঠনকে সমান সুযোগ দেওয়ার মধ্য দিয়ে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘৭ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি নির্বাচন প্রস্তুতি কমিটি তৈরি করেছে, যারা নির্বাচনকেন্দ্রিক সব প্রস্তুতি নিয়ে রেখেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনে সেই সময় ২৭ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন প্রজ্ঞাপন জারি করে। তবে নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় একটি পক্ষ নির্বাচন পেছানোর জন্য জোরাজোরি করে। তাদের মন রক্ষার্থে নির্বাচন কমিশন ২৬ দিন পিছিয়ে ২২ ডিসেম্বর নির্বাচনের ঘোষণা দিয়েছে।’

উল্লেখ্য, প্রশাসনের ঘোষিত ২৭ নভেম্বরেই জকসু নির্বাচন দাবি করেছিল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। জকসু তফসিলে ২২ ডিসেম্বর নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর