নড়াইল: নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে গুলি, বোমা বিস্ফোরণ ও হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা টিপু সুলতানকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে নড়াইল সদর থানা পুলিশ।
তিনি তুলারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং আওয়ামী লীগের জেলা কমিটির সদস্য।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় চেয়ারম্যান টিপু সুলতানকে গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আজই তাকে আদালতে পাঠানো হবে।’
জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলন চলাকালে নড়াইল সদরের মালিবাগ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি বিক্ষোভ মিছিল বের হয়। ওই মিছিলে গুলি চালানো, বোমা বিস্ফোরণ ও মারধরের অভিযোগে ১০ সেপ্টেম্বর সদর থানায় মামলা করেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোস্তফা আল-মুজাহিদুর রহমান পলাশ।
মামলায় ৯০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়। ঐ মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন তুলারামপুর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা টিপু সুলতান।