কারও কাছে পরিচিত ‘রাখের উপবাস’ হিসেবে। কেউ বলেন ‘কার্তিক ব্রত’। কোথাও এ উৎসবের নাম ‘গোসাইর উপবাস’ ও ‘ঘৃত প্রদীপ প্রজ্বালন’। প্রাণঘাতী বিভিন্ন রোগ থেকে বাঁচতে কার্তিক মাসে উপবাস করে আশ্রম প্রাঙ্গণে প্রদীপ ও ধূপ জ্বালাতে বলেছিলেন বাবা লোকনাথ। সেই প্রেক্ষাপটে আপনজনের মঙ্গল কামনায় কার্তিক মাসের শেষার্ধের প্রতি শনি ও মঙ্গলবার উপবাস পালন করেন লোকনাথ ভক্তরা। এর পর মঙ্গলবার সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালন শেষে উপবাস ভাঙেন তারা। গতকাল নারায়ণগঞ্জের বারদী লোকনাথ আশ্রমে সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালন শেষে উপবাস ভেঙেছেন ভক্তরা। সেই উৎসবের ছবিগুলো ফ্রেমবন্দি করেছেন সারাবাংলার সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট হাবিবুর রহমান।
ছবির গল্প
রাখের উপবাস
সারাবাংলা/পিটিএম