Wednesday 05 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের সব রাজনৈতিক দলের সাথে সম্পর্ক রাখতে চায় চীন: ইয়াও ওয়েন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৫ ১৭:৪৮ | আপডেট: ৫ নভেম্বর ২০২৫ ১৯:০৪

ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন – (ফাইল ছবি : সংগৃহীত)

ঢাকা: বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সাথে দীর্ঘমেয়াদী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ চীন ।

বুধবার (৫ নভেম্বর) ঢাকার চীনা দূতাবাসে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি সাজ্জাদ জহির চন্দন এবং সাধারণ সম্পাদক আবদুল্লাহ কাফি-এর সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন।

ঢাকার চীনা দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ-চীন সম্পর্ক এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চীনের কমিউনিস্ট পার্টি বাংলাদেশের কমিউনিস্ট পার্টিসহ বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সাথে দীর্ঘমেয়াদী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন পরিস্থিতিতে যোগাযোগ আরও বৃদ্ধি এবং সহযোগিতা গভীর করতে প্রস্তুত।

বিজ্ঞাপন
সারাবাংলা/একে/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর