Wednesday 05 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরিত্যক্ত মাংস পুনরায় ব্যবহার, নান্না বিরিয়ানি হাউজকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৫ ১৮:২১

নান্না বিরিয়ানি হাউজ

পাবনা: হোটেলের পুরনো মাংস ফ্রিজে রেখে আবারও ভোক্তাদের জন্য ব্যবহার করতো পাবনার পুরান ঢাকার ‘নান্না বিরিয়ানি হাউজ’। এই অপরাধের দায়ে অভিযান চালিয়ে হোটেলটিকে জরিমানা ও সতর্ক করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে পাবনা শহরের আব্দুল হামিদ রোডের এআর কর্নার সংলগ্ন এই হোটেলে অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।

তিনি জানান, পুরান ঢাকার নান্না বিরিয়ানি হাউজে খাবার শেষে পরিত্যক্ত মাংস পুনরায় পরিবেশনের জন্য ফ্রিজে কাচা মাংসের সঙ্গে সংরক্ষণ করতো। অভিযানে এমন মাংস জব্দ করা হয়। এ জন্য ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং সতর্ক করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ভবিষ্যতে এমন করলে হোটেলটি সিলগালা করা হবে। এ ছাড়াও ডালের মধ্য রঙ মেশানোর দায়ে এআর কর্নারের ওয়ান স্টপ গ্রোসারি শপকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানে জেলা আনসার ব্যাটেলিয়ানসহ সংশ্লিষ্টরা সহযোগিতা করেন। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।