Wednesday 05 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাপানে বাংলাদেশি শ্রমিক নিয়োগ ও শ্রমিকের দক্ষতা পরীক্ষা সম্প্রসারণের অনুরোধ

সারাবাংলা/একে/এসআর
৫ নভেম্বর ২০২৫ ১৮:৫২ | আপডেট: ৫ নভেম্বর ২০২৫ ২০:০০

টোকিও সফররত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া বুধবার সে দেশের ভাইস-মিনিস্টারের সঙ্গে সাক্ষাত করেন – (ছবি : সংগৃহীত)

ঢাকা: বাংলাদেশের সঙ্গে চলমান কর্মসূচির অধীনে আরও বিভিন্ন খাতের শ্রমিকদের দক্ষতা পরীক্ষা সম্প্রসারণ এবং বাংলাদেশ থেকে অধিক সংখ্যক শ্রমিক নেওয়ার জন্য জাপানের কৃষি, বন ও মৎস্য মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিষয়ক ভাইস-মিনিস্টার ওয়াতানাবে ইয়োইচি-এর প্রতি অনুরোধ জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া।

বুধবার (৫ নভেম্বর) টোকিও-তে জাপানের ভাইস-মিনিস্টারের সঙ্গে সাক্ষাতকালে তিনি এ অনুরোধ জানান। জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী এ সময় উপস্থিত ছিলেন।

টোকিও’র বাংলাদেশ দূতাবাস-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকালে সিনিয়র সচিব বাংলাদেশ ও জাপানের মধ্যে কারিগরি প্রশিক্ষণ ও বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে জাপান সরকারের অব্যাহত সহযোগিতার কথা উল্লেখ করে বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশের বিভিন্ন আইনগত সংস্কার ও অভিবাসন ব্যবস্থার ডিজিটালাইজেশনের অগ্রগতি বিষয়ে ভাইস-মিনিস্টারকে অবহিত করেন।

বাংলাদেশ থেকে অধিক সংখ্যক শ্রমিক নেওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ ও জাপানের মধ্যে দুটি সহযোগিতা স্মারক এবং দুই শতাধিকেরও বেশি পিটুপি সমঝোতা স্মারক সই করা হয়েছে। এর লক্ষ্য ২০৪০ সালের মধ্যে জাপানে যে প্রায় ১ কোটি ১০ লাখ শ্রমিকের প্রয়োজন হবে, সে সুযোগের সর্বোচ্চ সদ্ব্যবহার করা।

প্রসঙ্গক্রমে সচিব জানান, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় একটি বিশেষ ‘জাপান সেল’ প্রতিষ্ঠা করেছে এবং জাপানি প্রতিষ্ঠান ও কোম্পানিগুলোর সহযোগিতায় জাপানি ভাষা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রসারণ অব্যাহত রয়েছে।

জাপান সরকারের সহযোগিতায় বাংলাদেশে স্পেসিফায়েড স্কিল্ড ওয়ার্কার কর্মসূচির অধীনে পাঁচটি ক্ষেত্রে দক্ষতা পরীক্ষা শুরুর কথা উল্লেথ করে এই পরীক্ষার পরিধি খাদ্য ও পানীয় উৎপাদন, খাদ্য পরিবেশন শিল্প এবং বন শিল্পসহ আরও কিছু ক্ষেত্রে সম্প্রসারিত করার অনুরোধ জানান তিনি।

সংবদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিনিয়র সচিবের অনুরোধের প্রেক্ষিতে জাপানের ভাইস-মিনিস্টার ইতিবাচক প্রতিক্রিয়া জানান এবং জাপান দূতাবাস ইতোমধ্যে নতুন খাত অন্তর্ভুক্তির বিষয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে বলেন জানান।

সাক্ষাৎ শেষে সিনিয়র সচিব ভাইস-মিনিস্টারকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান, যাতে বৈদেশিক কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে দুই দেশের দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর