Wednesday 05 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এরশাদ উল্লাহকে গুলির ঘটনায় মির্জা ফখরুলের নিন্দা

স্টাফ করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৫ ১৯:৪৭ | আপডেট: ৫ নভেম্বর ২০২৫ ২১:৫৫

চট্টগ্রাম-৮ আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী এরশাদ উল্লাহ ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

ঢাকা: চট্টগ্রামে গণসংযোগকালে গুলিবিদ্ধ হয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের সম্ভাব্য প্রার্থী এরশাদ উল্লাহ। মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে হামজারবাগ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিন বিবৃতিতে তিনি বলেন, ‘এরশাদ উল্লাহর ওপর হামলা একটি পরিকল্পিত রাজনৈতিক সন্ত্রাস। এই ঘটনার মাধ্যমে স্পষ্ট হয়েছে যে, বিরোধী প্রার্থীদের নির্বাচনি মাঠে ভয়ভীতি দেখানোর অপচেষ্টা চলছে।’

তিনি আরও বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করতে এবং জনগণের ভোটাধিকার কেড়ে নিতে সরকার সমর্থিত সন্ত্রাসীরা এমন হামলা চালাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

বিজ্ঞাপন

উল্লেখ, এদিন সন্ধ্যা সাড়ে ৫টার দিকে নগরীর হামজারবাগে নির্বাচনি গণসংযোগে সময় এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হন। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর