সারাবাংলা ডেস্ক
অনিবার্য কারণে জেএআইবিবি পর্বের অ্যাকাউন্টিং ফর ফিন্যানসিয়াল সার্ভিসেস এবং ডিএআইবিবি পর্বের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পরীক্ষা বাতিল করা হয়েছে। এই দুই বিষয়ের পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে।
রোববার ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২২ ডিসেম্বর ৮৬তম ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা অনুষ্ঠিত হয়। সূত্র জানায়, প্রশ্নপত্র ফাঁস হওয়ায় দুই বিষয়ের পরীক্ষা বাতিল করা হয়েছে।
সারাবাংলা/এটি