Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিশুর প্রতি সহিংসতা বন্ধে চালু হতে যাচ্ছে ‘জাস্টিস অডিট সিস্টেম’


১১ জুলাই ২০১৮ ২১:২১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আনিসুল হক। ফাইল ছবি

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: দেশজুড়ে শিশু নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে দ্রুতই ‘জাস্টিস অডিট সিস্টেম’ চালু হতে যাচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। এই টাস্কফোর্সের ফলে শিশু নির্যাতন মামলাগুলোর তদারকি ও হালনাগাদ করা সহজ হবে এবং দ্রত বিচার সম্পন্ন করা যাবে।

মঙ্গলবার (১০ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্স (এনসিটিএফ)-এর নির্বাচিত শিশু প্রতিনিধিদের সঙ্গে এক সাক্ষাতে তিনি এসব কথা বলেন। এ সময়ে শিশু নির্যাতন প্রতিরোধে নিজেদের কিছু সুপারিশ উপস্থাপন করে শিশুরা।

গত ২১ ডিসেম্বর ২০১৭ এলজিইডি অডিটরিয়াম, আগারগাঁও, ঢাকায় অনুষ্ঠিত চাইল্ড পার্লামেন্ট এর ১৫তম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনিসুল হক। এ আয়োজনে ‘শিশুর প্রতি সহিংসতা’ বন্ধে শিশুদের উত্থাপিত বিষয় ও সুপারিশমালার পরিপ্রেক্ষিতে তিনি তাৎক্ষণিক কিছু সুস্পষ্ট প্রতিশ্রুতি দিয়েছিলেন। এসবের বাস্তবায়ন ও ভবিষ্যৎ দিকনির্দেশনা জানবার জন্যই এ সাক্ষাতের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

শিশু হত্যা, ধর্ষণ ও নির্যাতনের মামলাগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রত বিচারের আওতায় আনা, শিশু আইন ২০১৩ এর বাস্তবায়ন, দেশব্যাপী শিশু হেল্প লাইন ১০৯ এর দ্রুত প্রসার, শিশুদের প্রতি শারীরিক ও মানসিক শাস্তি বন্ধে সবাইকে সচেতন করে তোলা ইত্যাদি দাবিকে প্রাধান্য দিয়ে নানা সুপারিশ উপস্থাপন করে শিশুরা।

মন্ত্রী জানান, শিশু নির্যাতন মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির জন্য সারাদেশে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে আরও ৪১ টি পদ সৃষ্টি করে তাতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। তিনি বলেন, ‘বিচার বিভাগের ওপর আস্থা হারিয়ে ফেললে আইন নিজের হাতে তুলে নেবার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। সেটি যাতে না হয়, সেজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।’

সারবাংলা/এমএ/এমআই

আনিসুল হক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর