Wednesday 05 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অক্টোবরে মূল্যস্ফীতি সামান্য কমেছে

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৫ ২০:৩১ | আপডেট: ৫ নভেম্বর ২০২৫ ২১:৫৪

-ছবি : প্রতীকী

ঢাকা: সর্বশেষ গত অক্টোবরে মূল্যস্ফীতি সামান্য কমেছে। আলোচ্য মাস শেষে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ১৭ শতাংশে। এর আগে গত সেপ্টেম্বরে এটি ছিল ৮ দশমিক ৩৬ শতাংশ।

বুধবার (০৫ নভেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বিবিএস-এর তথ্য অনুযায়ী, খাদ্যপণ্যের দাম কিছুটা কমায় মূল্যস্ফীতি নেমে এসেছে। অক্টোবর শেষে খাদ্যপণ্য খাতে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৭ দশমিক ০৮ শতাংশ। এটি এর আগের মাসে ছিল ৭ দশমিক ৬৪ শতাংশ।

অন্যদিকে, খাদ্য-বহির্ভূত খাতে মূল্যস্ফীতি বেড়েছে। সেপ্টেম্বরের ৮ দশমিক ৮৯ শতাংশ থেকে বেড়ে অক্টোবরে হয়েছে ৯ দশমিক ১৩ শতাংশে।

বিজ্ঞাপন

অর্থাৎ, খাদ্যপণ্যে কিছুটা স্বস্তি এলেও খাদ্য-বহির্ভূত পণ্য যেমন- পরিবহন, চিকিৎসা ও সেবা খাতে ব্যয় বেড়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর