চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে নির্বাচনি প্রচারণায় বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর সঙ্গে গুলিবিদ্ধ দলটির কর্মী সরোয়ার হোসেন বাবলা মারা গেছেন।
বুধবার (৫ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
উপ পুলিশ কমিশনার আমিরুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘গুলিবিদ্ধ দু’জনই বেসরকারি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিছুক্ষণ আগে সরোয়ার বাবলাকে ডাক্তার মৃত ঘোষণা করেছেন।’
এদিকে সরওয়ার হোসেন বাবলার স্বজনরা হাসপাতাল প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠছে হাসপাতাল। এছাড়া হাজারো বিএনপি নেতাকর্মী হাসাপাতালটির সামনে জড়ো হয়েছেন।
আরও পড়ুন:
- এরশাদ উল্লাহকে গুলির ঘটনায় মির্জা ফখরুলের নিন্দা
- নির্বাচনি প্রচারে গিয়ে গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ
- বিএনপি প্রার্থীকে গুলি নির্বাচন বাধাগ্রস্তের চেষ্টা: আমীর খসরু
এর আগে, সন্ধ্যার দিকে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের প্রার্থী এরশাদ উল্লাহ নগরীর বায়েজিদ বোস্তামি থানার হাজীপাড়া এলাকায় নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন। এসময় বিএনপি কর্মী সরোয়ার হোসেন বাবলাও সেখানে ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, এরশাদ উল্লাহ বিভিন্ন দোকানে গিয়ে লিফলেট বিলির সময় একদল সন্ত্রাসী অতর্কিতে গিয়ে সরোয়ার হোসেন বাবলাকে মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে। এ সময় রক্তাক্ত অবস্থায় বাবলা সেখানে লুটিয়ে পড়েন। তখন সন্ত্রাসীদের ছোড়া গুলিতে বিদ্ধ হয় এরশাদ উল্লাহর পায়ে। পরে তাদের দ্রুত এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।