Wednesday 05 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মনোনয়ন না পেয়ে বিএনপির প্রার্থীকে ‘চাঁদাবাজ’ বললেন রিটা রহমান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৫ ২১:২৬ | আপডেট: ৫ নভেম্বর ২০২৫ ২৩:৩৯

সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন রিটা রহমান। ছব: সারাবাংলা

রংপুর: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ (সদর-সিটি কর্পোরেশন) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়া রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুকে ‘চাঁদাবাজ’ আখ্যায়িত করে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বুধবার (৫ নভেম্বর) নগরীতে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছেন দুইবারের মনোনয়নপ্রাপ্ত বিএনপি নেত্রী রিটা রহমান।

তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আবেদন জানিয়ে বলেছেন, প্রকাশিত প্রাথমিক তালিকা পরিবর্তনযোগ্য হওয়ায় এখনো প্রার্থী পরিবর্তনের সুযোগ রয়েছে।

বুধবার বিকেলে টাউনহল চত্বর থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি সিটি বাজার প্রদক্ষিণ করে পুনরায় টাউনহল মাঠে গিয়ে শেষ হয়। তবে মিছিলে জেলা, মহানগর কিংবা উপজেলা বিএনপির কোনো পরিচিত পদধারী নেতাকর্মীকে দেখা যায়নি।

বিজ্ঞাপন

এরপর রাধাবল্লভস্থ নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে রিটা রহমান বলেন, ‘রংপুর বিএনপির রাজনীতিতে আমার সবসময় সক্রিয় অংশগ্রহণ ছিল। নেতাকর্মীদের বিপদে-আপদে পাশে দাঁড়িয়েছি, জেলা-বিভাগীয় সমাবেশে আর্থিক সহায়তা ও অংশগ্রহণ নিশ্চিত করেছি। কিন্তু নির্বাচন এলেই আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয় যে, আমি ভোট করে রংপুরে থাকি না। ২০১৯ সালে আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক হয়রানির শিকার হয়ে দেশের বাইরে যেতে বাধ্য হই।’

তিনি অভিযোগ করে বলেন, ‘যারা আমার সঙ্গে সম্পৃক্ত, তাদের কমিটিতে রাখা হয় না; ভবিষ্যতেও রাখা হবে না বলে স্থানীয় নেতারা হুমকি দিয়ে থাকেন। ফলে পদ-পদবির ভয়ে অনেকে প্রকাশ্যে সমর্থন দিতে চান না। আমাকেও কোনো কমিটিতে রাখা হয়নি।’

রিটা আরও বলেন, ‘দেশে-বিদেশে বিএনপির জন্য কাজ করেছি। আমার বাবা বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আমলে সিনিয়র মন্ত্রী মশিউর রহমান যাদু মিয়া ছিলেন। বিএনপির প্রতি টান থেকেই বাংলাদেশ পিপলস পার্টি বিলুপ্ত করে দলটিতে ফিরেছি। রংপুরের স্থায়ী বাসিন্দা হিসেবে এ আসনে মনোনয়ন আমার হক। আগে দুবার মনোনয়ন পেয়েও জনগণ ভোট দিতে পারেনি। এবার সুষ্ঠু ভোটের প্রত্যাশা রয়েছে।’

সামসুজ্জামান সামুকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমার চেয়ে যোগ্য কাউকে মনোনয়ন দিলে মেনে নিতাম। কিন্তু শহরের মানুষ যাকে চাঁদাবাজ হিসেবে চেনে, তাকে মনোনয়ন দেওয়া আমি মেনে নিতে পারি না।’

উল্লেখ্য, বিএনপি গত সোমবার ২৩৭ আসনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করে, যা দলীয়ভাবে ‘সম্ভাব্য’ বলে উল্লেখ করা হয়েছে। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের জানান, চূড়ান্ত তালিকা ১৫ নভেম্বরের মধ্যে প্রকাশিত হবে এবং এর আগে পরিবর্তনের সুযোগ রয়েছে।

উল্লেখ্য, রংপুর-৩ আসনে বিগত নির্বাচনগুলোতে বিএনপি প্রার্থী হিসেবে রিটা রহমান ২০১৮ সালের নির্বাচনে ও উপনির্বাচনে মনোনয়ন পেয়েছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর