ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারী প্রার্থীদের জন্য নির্বাচনি তহবিল বরাদ্দ ও সংসদে নারী আসন বাড়ানোর দাবি জানিয়েছেন নারী উদ্যোক্তারা। সেসঙ্গে নারী ভোটার ও প্রার্থীদের নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছেন তারা।
বুধবার (৫ নভেম্বর) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে উইমেন এন্টারপ্রেনয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ওয়েব) প্রেসিডেন্ট নাসরিন ফাতেমা আউয়ালের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৈঠক করেন। সিইসির সঙ্গে বৈঠকে এ উপস্থিত ছিলেন ডব্লিউইএবি’র সাবেক ভাইস প্রেসিডেন্ট ও মেম্বার সাবেরী আহমেদ কলি, সেকেল্ড ভাইস প্রেসিডেন্ট মেহেরুন্নেসা খান, মেম্বার আইরিন তালুকদার, এসএম আনজুমান ফেরদৌস ও ফাহিমা কাউসার।
সিইসির সঙ্গে বৈঠক শেষে ডব্লিউইএবি প্রেসিডেন্ট নাসরিন ফাতেমা আউয়াল সাংবাদিকদের বলেন, ‘ভোটে নারীদের ভূমিকা আরও জোরালে হওয়া উচিত। আমরা দেখছি যে যারাই নমিনেশন দিচ্ছে, অনুপাতের নারীর সংখ্যা কম। আমরা চাই নারীর সংখ্যা যেন বাড়ে।’ নারী প্রার্থীদের সহায়তায় তহবিলের সুপারিশ করেন তিনি।
তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের মাধ্যমে আমরা সরকারকেও বলতে চাই যে, নারীরা যে নির্বাচনে আসছেন তাদের ডেফিনেটলি সাহায়তা দিতে হবে। আমেরিকাতেও দেখবেন এরকম নারীদের সহায়তা দেওয়া হয়। নারীরা যেন নির্বাচনটা করতে পারেন, সেই রকম একটা ব্যবস্থা যেন নারীদের জন্য থাকে। নারীরা যেন স্বাচ্ছন্দে ভোটও দিতে পারেন, সেটা নিয়েও আমরা কথা বলেছি।’
সেসঙ্গে ৩০০ আসনের মধ্যে অর্ধেকই নারীদের দেখতে চান এ উদ্যোক্তারা। এ সময় ভোটের প্রচারে নারীদের জন্য নির্বাচনি তহবিল রাখার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন উদ্যোক্তরা।
নাসরিন আউয়াল বলেন, ‘সহজে ফ্যামিলি থেকেও নারীদের জন্য ফান্ড পাওয়া যায় না, যেটা পুরুষরা অহরহ পারেন। আমাদের কথা হলো নারীদেরকে গভমেন্ট যদি একটু সহায়তা করে, তাহলে অনেক নারীই কিন্তু নির্বাচনে আসতে পারবেন।’
দলের মনোনয়নে নারীর প্রতিনিধি বাড়ানো বাধ্যতামূলক করার দাবি জানিয়ে তিনি বলেন, ‘কোনো দল ৫ শতাংশ, কোথাও দেখা যাচ্ছে ৭ শতাংশ এভাবে মনোনয়ন দিচ্ছে। এত পারসেন্ট দেবে, সেভাবে যদি হয় তাহলে জিনিসটা একটু ব্যালেন্স হবে।’