Wednesday 05 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির মনোনয়নবঞ্চিতদের এনসিপিতে ওয়েলকাম: হাসনাত

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৫ ২১:৪৯

এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।

চট্টগ্রাম ব্যুরো: বিএনপির মনোনয়নবঞ্চিতদের মধ্যে যারা বাংলাদেশপন্থায় বিশ্বাস করেন, তাদের এনসিপিতে ওয়েলকাম জানিয়েছেন দলটির কেন্দ্রীয় মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।

বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণের সমন্বয় সভায় তিনি একথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘বিএনপির যারা মনোনয়নবঞ্চিত হয়েছেন, কিন্তু বাংলাদেশপন্থায় বিশ্বাস করেন, চব্বিশ পরবর্তী বাংলাদেশের পুনর্গঠনে যারা দায়িত্ব নিতে চান, আমরা তাদের এনসিপিতে ওয়েলকাম জানাচ্ছি। কে জিতবে, কে হারবে সেটা মুখ্য নয়, আমরা চাই জনগণের ভোট যেন নির্বাচনে জিতে যায়। নির্বাচনকে আমাদের জেতাতে হবে, নির্বাচন ব্যবস্থাকে জেতাতে হবে।’

বিজ্ঞাপন

বিএনপি প্রার্থীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা এমন এক মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে লড়াই করতে নেমেছি, যারা নিজ দলের লোকদের রাস্তায় গুলি করে হত্যা করতে পিছপা হয় না। যারা গুলি না খেতে চান এই বাংলাদেশে… তারা এই অস্ত্রের রাজনীতিতে, পেশিশক্তির রাজনীতিতে, নিজের সম্ভাবনাটাকে নষ্ট করবেন না। এই অস্ত্রের রাজনীতি আর পেশিশক্তির রাজনীতি দিয়ে আপনাদের নিজেদের যে সম্ভাবনা তৈরি হয়েছে সেটা নষ্ট করবেন না।’

বিএনপির সন্ত্রাসের কারণে জনগণ অতীষ্ঠ উল্লেখ করে তিনি বলেন, ‘এই মাফিয়াতন্ত্র বিএনপির রাজনীতি, এই চাঁদাবাজির রাজনীতিতে মানুষ এলাকায়-এলাকায় অতীষ্ঠ। মানুষ প্রত্যেকটা এলাকায় অতীষ্ঠ। মামলা বাণিজ্য দিয়ে একদম ভরিয়ে ফেলেছে। কোরামবাজি, গ্রুপিং- মানুষ আতঙ্কে আছে। মানুষ আতঙ্কে আছে যে তারা ভোট দিতে যাবে কি না। আমরা শুনছি, ব্যালট বাক্স নাকি ১২টার মধ্যে ভরে ফেলা হবে, ব্যালট বাক্স নাকি ১২টার মধ্যে ছিনতাই করে ফেলা হবে।’

‘কিন্তু আমরা বলতে চাই, একজন হাসনাত আবদুল্লাহ, আমরা যদি রাস্তায় দাঁড়িয়ে থাকি, আপনাদের সমস্ত শক্তি দিয়েও আমাদের ব্যালটের জয় আপনারা ঠেকাতে পারবেন না। মাফিয়াতন্ত্র, আপনারা বুলেট দিয়ে…যেখানে ব্যালট শক্তিশালী হওয়ার কথা ছিল, সেখানে আজকে চট্টগ্রামে বুলেট শক্তিশালী হয়েছে। যারা ব্যালটের পরিবর্তে বুলেটকে বেছে নিয়েছে, আমরা তাদের বিচার করব। যারা ব্যালটের পরিবর্তে বুলেট বেছে নিয়েছে এবং বাংলাদেশকে সংকটে ফেলেছে, আমরা সরকার গঠন করার পর তাদের বিচার করব।’

বিএনপির সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ নিয়ে ক্ষোভ প্রকাশ করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘যারা সিটের পুনর্বন্টন নিয়ে আলাপ-আলোচনা করছেন, বিভিন্ন রাজনৈতিক দল তাদের কিছু পেইড জার্নালিস্ট আছে, তাদের দিয়ে নিউজ করাচ্ছে। আমাদের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটওয়ারী একজন মিডিয়া মুঘলকে বলেছেন, যদি রাজনীতি করতে হয় তাহলে রাজনীতিই করতে হবে, যদি সাংবাদিকতা করতে হয় তাহলে সাংবাদিকতাই করতে হবে। সাংবাদিকতা পেশা নিয়ে আপনি রাজনীতি করবেন, রাজনৈতিক কমেন্টস দেবেন আর রাজনৈতিক দলের চরিত্র হনন করবেন, সেটা হতে পারে না।’

তিনি বলেন, ‘এনসিপি কোনো জোটে বিশ্বাসী নয়, তবে আমাদের সঙ্গে যদি কেউ আসতে চায় সংস্কারের প্রশ্নে, আমরা তাদের জোটে নেব। কিন্তু পার্লামেন্টের সিট ভাগাভাগি করে নির্বাচন ব্যবস্থাকে কলঙ্কিত করব, সেই খন্দকার মোস্তাক আমরা হতে আসিনি। আমরা লড়বো, স্বচ্ছ লড়াই করে প্রয়োজনে হারব। যে জিতবে তাকে সমর্থন দেব। কিন্তু কারও বগলের নিচে গিয়ে মন্ত্রীসভায় গিয়ে, ওই মন্ত্রীত্বের থেকে জনগণকে সঙ্গে নিয়ে আমরা রাজপথকে সংসদ বানাব। আমাদের সংসদ হচ্ছে রাজপথ। আমাদের শক্তি হচ্ছে জনগণ। রাজনৈতিক সততা হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট। পর্দার আড়ালের কোনো নিগোসিয়েশনে আমরা বিশ্বাস করি না।’

চট্টগ্রাম মহানগর এনসিপির প্রধান সমন্বয়কারী মীর আরশাদুল হকের সভাপতিত্বে সমন্বয় সভায় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজাউদ্দিন, উত্তর জেলার প্রধান সমন্বয়কারী সাগুপ্তা বুশরা মিশমা, দক্ষিণ জেলার প্রধান সমন্বয়কারী মোহাম্মদ হাসান আলী বক্তব্য দেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর