Wednesday 05 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেজা কিবরিয়া এবার বিএনপিতে

স্টাফ করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২৫ ০৩:২৭

রেজা কিবরিয়া। ফাইল ছবি

ঢাকা: আওয়ামী লীগ সরকারের আমলে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করা প্রয়াত শাহ এ এস এম কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া এবার যোগ দিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিতে। গণফোরাম ও গণঅধিকার পরিষদে রাজনৈতিক পথচলার পর তিনি ফের নতুন দলে নাম লেখালেন।

সূত্র জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি হবিগঞ্জ-১ আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রার্থী হতে পারেন। বর্তমানে ওই আসনটি বিএনপি ফাঁকা রেখেছে।

বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে রেজা কিবরিয়া বলেন, ‘আমি বিএনপিতে যোগদান করেছি। প্রাথমিক সদস্য ফরমও পূরণ করেছি। কয়েকদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে যোগদান করব। অবশ্যই আমি ধানের শীষে নির্বাচন করব আমার এলাকায়।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০১৮ সালের নির্বাচনে রেজা কিবরিয়া জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে হবিগঞ্জ-১ আসনে লড়েছিলেন। পরে তিনি নুরুল হক নুরের নেতৃত্বে গণঅধিকার পরিষদে যোগ দিয়ে আহ্বায়ক হন। তবে দলটির অভ্যন্তরীণ বিরোধের কারণে তিনি পরে নিজেকে রাজনীতি থেকে কিছুটা গুটিয়ে নেন।

সারাবাংলা/এফএন/পিটিএম
বিজ্ঞাপন

রেজা কিবরিয়া এবার বিএনপিতে
৬ নভেম্বর ২০২৫ ০৩:২৭

আরো

সম্পর্কিত খবর