Thursday 06 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়নস লিগ
৬ গোলের থ্রিলারে পয়েন্ট হারাল বার্সা

ফাহিম মাশরুর স্পোর্টস করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২৫ ০৮:২৯

তিনবার পিছিয়ে পড়েও ড্র করল বার্সেলোনা

‘ভাঙ্গাচোরা’ দল নিয়ে ক্লাব ব্রুজের মাঠে ম্যাচটা সহজ হবে না, সেটার আভাস হয়তো তারা আগেই পেয়েছিলেন। তবে চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ এই ম্যাচে বার্সেলোনা যে এমন বিপাকে পড়বে, সেটা হয়তো সমর্থকরা মোটেও কল্পনা করেননি। প্রতিপক্ষের মাঠে তিনবার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছেড়েছেন লামিন ইয়ামালরা। ৬ গোলের থ্রিলারে ক্লাব ব্রুজের সঙ্গে ৩-৩ গোলের ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে কাতালানদের।

নাটকীয়তায় ভরপুর এই ম্যাচে ষষ্ঠ মিনিটের মাথায় লিড নেয় ক্লাব ব্রুজ। কার্লোস ফোর্বসের ক্রসে নিকোলো ট্রেসোল্ডির গোলে এগিয়ে যান তারা। এই লিড অবশ্য বেশি টাইম ধরে রাখতে পারেনি ক্লাব ব্রুজ।

বিজ্ঞাপন

৮ মিনিটের মাথায় ম্যাচে সমতা ফেরায় বার্সা। ফিরমিন লোপেজের ক্রসে বল পেয়ে গোল করেন ফেরান তোরেস। ১৭ মিনিটের মাথায় আবার লিড পায় ক্লাব ব্রুজ। কার্লোস ফোর্বসের গোলে উল্লাসে ভাসে ক্লাব ব্রুজ। ২-১ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা।

বিরতির পর আবার ম্যাচে ফেরে বার্সা। ৬১ মিনিটে লামিন ইয়ামালের জাদুকরী এক গোলে স্বস্তি ফেরে বার্সা শিবিরে। কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে দারুণ এক গোল করেন তিনি।

এই স্বস্তিও স্থায়ী হয় মাত্র ২ মিনিট। ৬৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্রুজকে এগিয়ে দেন ফোর্বস। ৭৭ মিনিটে জোলিসের আত্মঘাতী গোলে ম্যাচে ৩-৩ এ সমতা ফেরায় বার্সা।

ম্যাচের ৯১ মিনিটে চতুর্থ গোল হজম করেছিল বার্সা। তবে ভিএআরের সাহায্য নিয়ে সেই গোল বাতিল করেন রেফারি। শেষ পর্যন্ত ৩-৩ গোলের সমতায় শেষ হয় ম্যাচ।

এই ড্রয়ে ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে নেমে গেল বার্সেলোনা। ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ২২তম স্থানে আছে ক্লাব ব্রুজ।

বিজ্ঞাপন

আরো

ফাহিম মাশরুর - আরো পড়ুন
সম্পর্কিত খবর