আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন ফ্রান্স প্রবাসী কাজী এনায়েত উল্লাহ ইনু। তিনি অল ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (AEBA) মহাসচিব।
কাজী এনায়েত উল্লাহ রাজধানীর বনানীর ঐতিহ্যবাহী চেয়ারম্যান বাড়ির প্রয়াত চেয়ারম্যান সাহেবের ভাগ্নে। তিনি প্রবাসে অবস্থান করেও দীর্ঘদিন ধরে বাংলাদেশের অর্থনৈতিক, সাংস্কৃতিক ও কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে ভূমিকা রেখে আসছেন।
প্রসঙ্গত, ঢাকা-১৭ আসনে বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি’র চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ ছাড়া, জামায়াতে ইসলামী বাংলাদেশ, এনসিপির তাসনীম জারাসহ কয়েকটি রাজনৈতিক দলের প্রার্থী নির্বাচনি প্রস্তুতি নিচ্ছেন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাজী এনায়েত উল্লাহ ইনুর অংশগ্রহণ ঢাকা-১৭ আসনের প্রতিদ্বন্দ্বিতাকে আরও প্রাণবন্ত ও প্রতিযোগিতামূলক করে তুলবে।