Thursday 06 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জরাজীর্ণ ভোটকেন্দ্র সংস্কারে তথ্য চেয়ে ইসির চিঠি

‎ স্টাফ করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২৫ ১১:০৭ | আপডেট: ৬ নভেম্বর ২০২৫ ১২:১৯

বাংলাদেশ নির্বাচন কমিশন। ফাইল ছবি

‎ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জরাজীর্ণ ভোটকেন্দ্র সংস্কারে তথ্য চেয়ে সংশ্লিষ্টদের চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। চিঠিতে মাঠ পর্যায়ের সব কর্মকর্তাদের নানান নির্দেশনা দিয়েছে সংস্থাটি।

বুধবার (৫ নভেম্বর) ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‎সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন নির্বাচন উপলক্ষে গত ২০ অক্টোবর ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করেছে ইসি। এই চূড়ান্ত ভোটকেন্দ্রগুলোর মধ্যে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে বাউন্ডারি বা সীমানা প্রাচীর নেই, দরজা-জানালা জরাজীর্ণ অবস্থায় রয়েছে অথবা ছোট-খাটো মেরামত/সংস্কার প্রয়োজন, সেসব ভোটকেন্দ্রের তালিকা চাওয়া হয়েছে।

‎নির্দেশনায় জানানো হয়, নির্ধারিত ছক মোতাবেক প্রয়োজনীয় তথ্যসহ ভোটকেন্দ্রসমূহের তালিকা আগামী ১২ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে নির্বাচন সহায়তা-১ শাখায় প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। এই তালিকার হার্ড কপি ও নিকস ফন্টে সফটকপি আকারে জমা দিতে হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

জামিন পেলেন লতিফ সিদ্দিকী
৬ নভেম্বর ২০২৫ ১২:৪৩

আজ ঢাকার বাতাস 'অস্বাস্থ্যকর'
৬ নভেম্বর ২০২৫ ১২:৩৫

আরো

সম্পর্কিত খবর