Thursday 06 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইদানিং দেখছি এস আলমের লোকও নমিনেশন পাচ্ছে: অলি আহমদ

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২৫ ১১:৩২ | আপডেট: ৬ নভেম্বর ২০২৫ ১১:৫৩

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অলি আহমদ।

চট্টগ্রাম ব্যুরো: ইদানিং দেখছি এস আলমের লোকও নমিনেশন পাচ্ছে— বিএনপির প্রার্থী মনোনয়নের প্রতি ইঙ্গিত করে এ কথা বলেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অলি আহমদ।

বুধবার (৫ নভেম্বর) রাতে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা গনতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের দ্বিবার্ষিক সন্মেলনে তিনি এ কথা বলেন। চন্দনাইশের বরমা কলেজ মাঠে এ সম্মেলন হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে অলি আহমদ বলেন, ‘বাজারের অবস্থা খুব খারাপ। দ্বিগুণ দামে সবজি বিক্রি হচ্ছে, মাছ বিক্রি হচ্ছে, প্রত্যেকটা জিনিসের দাম চড়া। কারণ হাসিনা বাংলাদেশে কিছুই রাখে নাই। ১৩৪ বিলিয়ন ডলার লুট করে নিয়ে গেছে। এই টাকা যদি বাংলাদেশে থাকত, তাহলে বাংলাদেশ আজ পৃথিবীর অন্যতম ধনী দেশে পরিণত হতো৷ কিছুই রাখেনাই, সব পাচার করে দেশের বাইরে নিয়ে গেছে।’

বিজ্ঞাপন

এখনও হাসিনার লোকজন রাজনীতিতে সক্রিয় বলে মন্তব্য করে তিনি বলেন, ‘কেউ এস আলমের মাধ্যমে সক্রিয় হচ্ছে। কেউ অন্য কারো মাধ্যমে সক্রিয় হচ্ছে। ইদানিং দেখছি, অনেক এস আলমের লোক নমিনেশনও পাচ্ছে। এটা আমি বলতেছি না, জনগণ বলতেছে। আমি জনগণের সঙ্গে একমত।’

‘দেশের অবস্থা ভালো না। রক্তপাত হচ্ছে। বিএনপির নমিনেশন নিয়ে দেশের বিভিন্ন জায়গায় গোলাগুলি হচ্ছে, মারামারি হচ্ছে। সমগ্র বাংলাদেশ একটা অশান্ত পরিবেশের মধ্যে আছে।’

তিনি বলেন, ‘মনে রাখতে কবে, পাপ বাপকেও ছাড়ে না। আমরা যদি ভুল করি, আমাদের সেটার কাফফারা দিতে হবে। এখন ভুল করার দিন নাই৷ সত্যের পথে থাকতে হবে, ন্যায়ের পথে থাকতে হবে। সুশাসন, মানুষের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে।’

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনি হেলাধূলা করে দেশ পরিচালনা করলে হবে না। এই লটারি মন্ত্রীদের দিয়ে আপনি দেশ চালাতে পারবেন না। এই লটারি মন্ত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। এরকম লটারি করে দেশ পরিচালনার কথা আমার ৬০ বছরের রাজরৈতিক জীবনে আমি কখনো শুনিনি। ইউনূস সাহেব এটা প্রথম শুরু করলেন। এটার জন্য উনি আরেকটা নোবেলও পেতে পারেন, লটারির মাধ্যমে সরকার পরিচালনার জন্য।’

গনতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল চন্দনাইশ উপজেলার সভাপতি জসিম উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মোরশেদ ও সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় সন্মেলনে আরও বক্তব্য দেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এম এয়াকুব আলী ও সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল, সাংগঠনিক সম্পাদক মনছুর আলম, চন্দনাইশ উপজেলার সভাপতি মোতাহের মিয়া ও সাধারণ সম্পাদক আকতার আলম।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর