Thursday 06 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লক্ষ্মীপুরে শতাধিক অবৈধ ইটভাটা, রামগতিতে অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২৫ ১৫:৪৮ | আপডেট: ৬ নভেম্বর ২০২৫ ১৭:৩১

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতিতে অবৈধ ইটভাটা বিরোধী অভিযান শুরু করেছে প্রশাসন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই অভিযানে উপজেলার চররমিজ ইউনিয়নের চর আফজল গ্রামে অবস্থিত আমানত ব্রিক্স (এএমএ) ও জেএসবি ব্রিক্স নামক দুটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়। পর্যায়ক্রমে জেলার শতাধিক অবৈধ ইটভাটা ভাটায় অভিযান চালানো হবে।

রামগতিতে পাঁচটি ভেক্যু মেশিনের সাহায্যে ভাটার চুল্লি, চিমনি এবং কাঁচা ইট বিনষ্ট করে দেওয়া হয়েছে। ভাটায় থাকা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেনের নেতৃত্বে অভিযানে অংশ নেয় পরিবেশ অধিদফতর চট্টগ্রাম কার্যালয়ের পরিচালক জমির উদ্দিন, ঢাকা কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিকুর রহমান, লক্ষ্মীপুর কার্যালয়ের সহকারী পরিচালক হারুন অর রশিদ পাঠান, রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেনসহ পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব, ফায়ারসার্ভিস সদস্য ও বিদ্যুৎ কর্মীরা।

বিজ্ঞাপন

লক্ষ্মীপুর জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক হারুন অর রশিদ পাঠান জানান, জেলায় শতাধিক অবৈধ ইটভাটা রয়েছে। পর্যায়ক্রমে সবগুলো ভাটায় অভিযান চালানো হবে।

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন বলেন, রামগতি ও কমলনগর উপজেলায় মোট ৫১টি ইটভাটা আছে, যার মধ্যে ৪৯টি-ই অবৈধ।

তিনি বলেন, আমরা ইতোমধ্যে অবৈধ ভাটাগুলোর বিরুদ্ধে অভিযান শুরু করেছি। আগামী ছয়দিন অভিযান চলবে। অবৈধ ভাটা ভেঙে দেওয়ার পরেও যাতে সেগুলো পুনরায় চালু না হতে পারে, সেজন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

মেঘনা গ্রুপে কাজের সুযোগ
৬ নভেম্বর ২০২৫ ১৭:৩৯

নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ
৬ নভেম্বর ২০২৫ ১৭:৩৩

আরো

সম্পর্কিত খবর