Thursday 06 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাংশায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, গ্রেফতার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২৫ ১৬:৫৩ | আপডেট: ৬ নভেম্বর ২০২৫ ১৭:৩২

পাংশা মডেল থানা। ফাইল ছবি

রাজবাড়ী: জেলার পাংশায় আসামি ধরতে গিয়ে হামলায় আহত হয়েছেন পুলিশের দুই সদস্যসহ স্থানীয় একজন। এ ঘটনায় আলম শেখ নামের এক আসামিকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার পাট্টা ইউনিয়নের পাট্টা বিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, পাংশা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম, এসআই ওবায়দুর রহমান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পরিতোষ মজুমদার এবং কনস্টেবল হুমায়ুন কবির ও আতোয়ার রহমানের নেতৃত্বে একটি পুলিশদল ওই এলাকায় অভিযান চালায়।

তারা পাট্টা বিলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে আগে থেকে ওৎঁ পেতে থাকা সবুজ (৩০), সজিব (২৫), সেন্টুসহ (২৬) ১০-১২ জন সন্ত্রাসী পুলিশকে লক্ষ্য করে গুলি, ককটেল জাতীয় বিস্ফোরক ও ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় স্থানীয় সন্ত্রাসীদের ছোড়া ছররা গুলিতে আকুল (৫৫) নামের এক ব্যক্তি আহত হন।

বিজ্ঞাপন

হামলায় এসআই নজরুল ইসলাম ও কনস্টেবল আতোয়ার রহমান আহত হন। পরে আসামি আলম শেখ এসআই নজরুল ইসলামকে কিলঘুষি মেরে আহত করে। তবে পুলিশের তাৎক্ষণিক তৎপরতায় তাকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়। কিন্তু অন্য আসামিরা পালিয়ে যায়।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুলিশি টহল জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভম্বের) দুপুরে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘পুলিশের ওপর হামলার ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।’

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর