Thursday 06 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পিআর হলে দেশে কখনো সরকার গঠনই হবে না’

স্টাফ করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২৫ ১৮:০০ | আপডেট: ৬ নভেম্বর ২০২৫ ১৮:৪৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। ছবি: সংগৃহীত

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিএনপি ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনকে স্বাগত জানিয়েছে এবং সবদিক থেকে প্রস্তুতি নিচ্ছে। তবে এখনো নানা ষড়যন্ত্র চলছে, কেউ কেউ সংখ্যানুপাতিক নির্বাচন (পিআর) ব্যবস্থার কথা বলছেন। কিন্তু, তার সঠিক ব্যাখ্যা দিচ্ছে না। পিআর হলে এমনও সময় আসতে পারে যে, এ দেশে কোনো সরকার গঠনই হবে না।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে বনানীর শেরাটন হোটেলের হলরুমে ‘তারেক রহমান: পলিটিক্স অ্যান্ড পলিসি’ বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মোশাররফ বলেন, ‘যদি ভোটের হারে সংসদের আসন নির্ধারিত হয় এবং কোনো দল ৪০ শতাংশ ভোট পায়, তাহলে দেখা যাবে তাদের আসন সংখ্যা হবে মাত্র ১২০টি। এতে সরকার গঠনই সম্ভব হবে না। অথচ অতীতে ৩৫ থেকে ৩৭ শতাংশ ভোট পেয়ে দলগুলো সরকার গঠন করেছে, কারণ তারা সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছিল।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা, চেয়ারপারসন খালেদা জিয়ার ‘ভিশন ২০৩০’ এবং দলের প্রথম ২৭ দফার সমন্বয়ে এখন ৩১ দফা তৈরি করা হয়েছে। আমরাই সংস্কারের কথা বলেছি, এখন কেউ কেউ বলছে আমরা সংস্কার চাই না। এটা সম্পূর্ণ অপপ্রচার।”

সংখ্যানুপাতিক ভোট ব্যবস্থার ঝুঁকি তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, ‘পিআর হলে সরকার গঠনে জটিলতা তৈরি হবে এবং জনগণের প্রকৃত গণতান্ত্রিক পছন্দ প্রতিফলিত হবে না। জনগণ কাকে এমপি হিসেবে বেছে নেবে, তা নির্ধারিত হবে না।’

আগামী নির্বাচনের প্রাক্কালে দেশ-বিদেশে নানা ষড়যন্ত্র চলছে দাবি করে তিনি বলেন, ‘এসব ষড়যন্ত্রের উদ্দেশ্য হলো নির্বাচন বিলম্বিত করা বা বাতিল করা। অতীতে স্বৈরাচারী শাসনের সহযোগী কিছু দল বিদেশে পলায়ন করেছে, তারাও ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে। দেশের ভেতরেও কিছু ব্যক্তি নন-ইস্যুকে ইস্যু বানিয়ে সংকট তৈরির চেষ্টা করছে।’

জনগণের প্রতি আহ্বান জানিয়ে ড. মোশাররফ বলেন, ‘দেশের গণতন্ত্র ও নির্বাচনি প্রক্রিয়াকে রক্ষা করতে সবাইকে সজাগ থাকতে হবে এবং ষড়যন্ত্রকারীদের মোকাবিলায় ঐক্যবদ্ধ হতে হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর