Thursday 06 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেক্মিমকো ও বিডি ফাইন্যান্সের শেয়ার কারসাজিতে অর্থদণ্ডাদেশ বহাল

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২৫ ১৮:৫৭ | আপডেট: ৬ নভেম্বর ২০২৫ ২০:৫৫

-ছবি : প্রতীকী ও সংগৃহীত

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্মিমকো ও বিডি ফাইন্যান্সের শেয়ার কারসাজিতে অভিযুক্ত ২২ বিনিয়োগকারীর প্রায় ৪শ’ কোটি টাকার অর্থদণ্ডাদেশ বহাল রেখেছে উচ্চ আদালত।

বৃহস্পতিবার (০৬ নভেম্বর) বিচারপতি কাজী জিনাত হক এবং বিচারপতি আইনুন নাহার সিদ্দিকা সমন্বয়ে গঠিত বেঞ্চ বিনিয়োগকারীদের আবেদনের পরিপ্রেক্ষিত জারী স্থগিতাদেশের রুলগুলো খারিজ করে দেন।

প্রসঙ্গত: দীর্ঘ ছয় মাস শুনানি শেষে বিজ্ঞ আদালত এই রায় প্রদান করে। ফলে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ (বিএসইসি-এর) অর্থাদণ্ডাদেশের সিদ্ধান্ত বহাল থাকল।

আদালত সূত্রে জানা গেছে, ২০২৫ সালের শুরুতে বেক্সিমকো লিমিটেড এবং বিডি ফাইনেন্স কোম্পানির শেয়ারের দাম কারসাজির অভিযোগে বিএসইসি কর্তৃক আরোপিত সর্বমোট প্রায় ৪শ কোটি টাকার অর্থদণ্ডাদেশের বিরুদ্ধে ২২জন অভিযুক্ত বিনিয়োগকারী উচ্চ আদালতে পৃথক ২২টি রিট মামলা দাখিল করেন। উচ্চ আদালত শুনানীর পর গত মার্চ মাসে কমিশনের উপর রুল জারিসহ দণ্ডাদেশের উপর স্হগিতাদেশ দেন ।

বিজ্ঞাপন

ওই স্হগিতাদেশের বিরুদ্ধে কমিশন আপিল বিভাগে ২২টি পৃথক সিভিল পিটিশন দাখিল করলে আপিল বিভাগের চেম্বার আদালত এক আদেশে হাইকোর্ট ডিভিশনের একটি দ্বৈত বেঞ্চে রুল চূড়ান্ত নিষ্পত্তির জন‍্য পাঠিয়ে দেন।

রিট আবেদনকারীর পক্ষে মামলা পরিচালনা করেন ব‍্যারিস্টার আব্দুর রাজ্জাক, ব্যারিস্টার মাসুম ও এডভোকেট ইকরামুল হক টুটুল।

অন‍্যদিকে কমিশনের পক্ষে মামলা পরিচালনা করেন এটর্নি জেনারেল আসাদুজ্জামান, শাহদীন মালিক সিনিয়র এডভোকেট ও ব‍্যারিস্টার একে আজাদ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর