ঢাকা: বাংলাদেশের শীর্ষস্থানীয় বি-টু-বি মার্কেটপ্লেস এবং ফিনটেক সলিউশন প্রদানকারী প্রতিষ্ঠান প্রিয়শপ একই মাসে জামালপুর জেলায় ৪টি নতুন হাব চালু করেছে। এর মধ্য দিয়ে দেশব্যাপী প্রিয়শপের হাবের সংখ্যা ৩৩-এ পৌঁছেছে। জামালপুর জেলায় এই সম্প্রসারণের ফলে নতুন ১১০টি রুটে ব্যবসা পরিচালনা শুরু করেছে প্রিয়শপ, যার ফলে সারা দেশে মোট রুট কভারেজ দাঁড়িয়েছে ১ হাজার ৩০৮-এ। এই উদ্যোগ দেশের প্রায় ১ লাখ ৫১ হাজারের বেশি এমএসএমই (ক্ষুদ্র ও মাঝারি খুচরা ব্যবসায়ী) কে সেবা প্রদানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জামালপুর জেলা শহর, সরিষাবাড়ি, ইসলামপুর এবং মাদারগঞ্জে নতুন হাবগুলো কোম্পানির জন্য নতুন অধ্যায় সূচনা করেছে। নতুন এই হাবগুলোর মাধ্যমে প্রিয়শপ আরও বেশি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের সাথে ২৮০ এর বেশি স্থানীয় এবং আন্তর্জাতিক ব্র্যান্ডের সংযোগ স্থাপন করে দ্রুত পণ্য ডেলিভারি নিশ্চিত করেতে সক্ষম হবে। প্রিয়শপ শুধু ক্ষুদ্র ও মাঝারি দোকান মালিকদের বিভিন্ন পাইকারি বাজারে ঘুরার সমস্যা দূর করছে না, সঙ্গে সঙ্গে তাদের মূল্যবান সময় এবং পরিচালনা খরচও সাশ্রয় করছে।
প্রিয়শপের নির্বাহী পরিচালক শহীদুল্লাহ আল মাহমুদ বলেন, ‘আমরা বাংলাদেশের প্রতিটি কোণায় থাকা মুদি দোকানিদের নিকট পৌঁছাতে চাই। আমাদের এই প্রতিশ্রুতিরই প্রতিফলন হলো জামালপুরে নতুন ৪টি হাবের উদ্বোধন। আগে প্রধান শহরগুলোতেই উন্নতমানের ব্র্যান্ড ও ব্যবসায়িক সহায়তা সহজলভ্য ছিল। বর্তমানে সারাদেশে ৩৩টি হাব চালু থাকায় সরিষাবাড়ি, ইসলামপুর এবং আশেপাশের এলাকার ক্ষুদ্র খুচরা বিক্রেতারা এখন একই মানের ব্র্যান্ড ও ব্যবসায়িক সহায়তা পাবেন।’
প্রিয়শপের এই হাবগুলো জামালপুরে সম্প্রাসারণের ফলে উল্লেখযোগ্য অর্থনৈতিক প্রভাব ফেলবে, কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে এবং স্থানীয় খুচরা বিক্রেতাদের ইকোসিস্টেমকে করবে আরও শক্তিশালী। প্রিয়শপের ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে মুদি দোকানিরা জামানত-মুক্ত ঋণ সুবিধা, তাৎক্ষণিক ডেলিভারি এবং সঠিক মূল্যে পন্য রিস্টক করতে পারবে।
প্রিয়শপ বাংলাদেশজুড়ে প্রযুক্তি-চালিত ৩৩টি হাবের মাধ্যমে সেরা ব্র্যান্ড এবং খুচরা বিক্রেতাদের একক প্ল্যাটফর্মে সংযুক্ত করে দক্ষ ইনভেন্টরি ব্যবস্থাপনা, সরবরাহ খরচ হ্রাস এবং সমস্ত অংশীদারদের জন্য ভালো মার্জিন নিশ্চিত করছে।
প্রিয়শপের এই সম্প্রসারণ দেশের অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল অর্থনীতি তৈরিতে গ্রামীণ এবং আধা-শহুরে এলাকার এমএসএমইগুলোকে সমান সুযোগ তৈরি করে দিবে। সরবরাহ শৃঙ্খলের জটিলতা সহজ করে এবং আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে প্রিয়শপ হাজার হাজার ছোট ব্যবসা উদ্যোক্তাদের কার্যক্রম আরও বিস্তৃত করছে।