ঢাকা: সাউথইস্ট ইউনিভার্সিটি প্রথমবারের মতো মর্যাদাপূর্ণ কিউএস এশিয়া ইউনিভার্সিটি র্যাংকিংয়ে স্থান করে নিয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) ইউনিভার্সিটির কনফারেন্স রুমে একটি বিশেষ সভার মাধ্যমে বিশ্ববিদ্যালয় এই গুরুত্বপূর্ণ মাইলফলকটি উদযাপন করে।
সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন। ২০২৬ কিউএস এশিয়া র্যাংকিংয়ে সাউথইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৯ম স্থান অধিকার করেছে, যা বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের (পাবলিক ও প্রাইভেট) মধ্যে ২৩তম। বিশ্ববিদ্যালয়টি সাউদার্ন এশিয়া অঞ্চলে ২২৪তম এবং এশিয়ায় ৭৪১-৭৫০ ব্যান্ডে অবস্থান করছে।
অধ্যাপক মোফাজ্জল হোসেন এই বৈশ্বিক স্বীকৃতি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য সকল শিক্ষক এবং কর্মকর্তাদের অক্লান্ত পরিশ্রম এবং অবিচল নিষ্ঠার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘এই অসাধারণ অর্জন বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৯ম স্থান এবং এশিয়াতে আমাদের সুদৃঢ় অবস্থান—আমাদের সম্মিলিত মানের প্রতি প্রতিশ্রুতির সুস্পষ্ট প্রতিফলন।’
তিনি কিউএস, টাইমস হায়ার এডুকেশন, এবং অন্যান্য আন্তর্জাতিক র্যাংকিং সিস্টেমে ভবিষ্যতে আরও ভালো করতে ধারাবাহিক উন্নতির গুরুত্বের উপর জোর দেন।
সভায় রেজিস্ট্রার, ডিনরা, বিভাগীয় প্রধানরা, শিক্ষক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।