ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উর্দু বিভাগের আয়োজনে আগামী ৯ ও ১০ নভেম্বর “The Role of Iqbal and Nazrul Islam in National Awakening “শীর্ষক ৪র্থ ইন্টারন্যাশনাল কনফারেন্স ও মুশায়েরা অনুষ্ঠিত হচ্ছে।
শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।
এ সময় তারা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ঐতিহ্যবাহী উর্দু বিভাগ এরইমধ্যে বেশ কয়েকটি ইন্টারন্যাশনাল কনফারেন্স ও মুশায়েরার আয়োজন করেছে। এবার উর্দু বিভাগ ও বাংলাদেশ ইন্সটিটিউট অব ইসলামিক ঘট (BIIT) এর যৌথ আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৯ ও ১০ নভেম্বর ২০২৫ তারিখে এ অনুষ্ঠানে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, ইংল্যান্ড, আমেরিকা, কাতার, মিশর, কানাডা, জার্মানী, ফিনল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ইরান, তুরস্ক, নেপাল, মালয়েশিয়া, মরিসাস, জাপানসহ ২২টি দেশের অধ্যাপক ও গবেষকরা অংশগ্রহণ করবেন। তাদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন।
৯ তারিখ বিকেল ৫টায় দেশ-বিদেশের খ্যাতিমান কবিগণ জমজমাট মুশায়েরা ও গফল সন্ধ্যায় অংশ নিবেন।
পাকিস্তান থেকে ড. ফাতেমা হাসান, ড. হুমায়রা ইশফাক, জার্মানী থেকে সরওয়ার গাযালী, মিশর থেকে অধ্যাপক কাজী আহমদ আব্দুর রাহমান, ইংল্যান্ড থেকে আমীর মেহেদী, আমেরিকা থেকে গাওছিয়া সুলতানা নুরী, ভারত থেকে অধ্যাপক খাজা মুহাম্মদ ইকরামুদ্দীন, অধ্যাপক আসলাম জামশেদপুরী, কবি আফজাল মুঙ্গলুরী, নেপাল থেকে কবি সাকিব হারুনী, কানাডা থেকে ওয়ালী আলম শাহীন, নরওয়ে থেকে ফয়সাল নেওয়ায় চৌধুরী, ডেনমার্ক থেকে সাদাফ মির্জা, সুইডেন থেকে হেনা খুরাসানী রিজবী, ফিনল্যান্ড থেকে আরশাদ ফারুক হাশমী, ইরান থেকে আলী বায়াত, উজবেকিস্তান থেকে মোখাইয়া আব্দুর রহমান, রাশিয়া থেকে লোদমিলা, মালয়েশিয়া থেকে মাহমুদুল হাসান প্রমুখ এ ইন্টারন্যাশনাল কনফারেন্সে অংশ নিবেন। মোট ১৮টি সেশনে ১২৭টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে এ কনফারেন্সে।
উর্দু বিভাগের চেয়ারম্যান জনাব মো. গোলাম মাওলার সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান পিএইচ.ডি প্রধান অতিথি হিসেবে, কলা অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বিশেষ অতিথি হিসেবে এবং বিআইআইটির মহাপরিচালক ড. মো. আব্দুল আজিজ এবং দৈনিক আমার দেশ মাহমুদুর রহমান সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
দুদিন ব্যাপী এ কনফারেন্স নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনসহ মোট চারটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে।