২০২৬ টি-২০ বিশ্বকাপের বাকি আর মাত্র কয়েক মাস। এরই মধ্যে চূড়ান্ত হয়েছে টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলোর নামও। এবার বিশ্বকাপের ভেন্যুর নাম চূড়ান্ত করল আইসিসি। আইসিসি জানিয়েছে, ভারত ও শ্রীলংকার মোট ৮টি ভেন্যু হবে আগামী টি-২০ বিশ্বকাপ।
এবারের টি-২০ বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলংকা। ভারতে খেলা হবে ৫টি ভেন্যুতে- দিল্লির অরুন জেটলি স্টেডিয়াম, কলকাতান ইডেন গার্ডেন্স, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম, চেন্নাইয়ের চিন্নোস্বামী স্টেডিয়াম ও আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম। শ্রীলঙ্কায় খেলা হবে তিনটি ভেন্যুতে, এর দুটি কলম্বো ও পাল্লেকেলে।
২০২৬ টি-২০ বিশ্বকাপ শুরু হবে ৭ ফেব্রুয়ারি, ফাইনাল ৮ মার্চ। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের মতো এই টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালও হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।
ভারত-পাকিস্তান চলমান দ্বন্দ্বের কারণে পাকিস্তানের সব ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলংকায়। পাকিস্তান ফাইনালে উঠলে ফাইনাল ম্যাচটি হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।
২০২৪ টি-২০ বিশ্বকাপের মতো এবারও ২০ দল নিয়ে হবে বিশ্বকাপ। ৪ টি গ্রুপে থাকবে ৫টি করে দল। গ্রুপের প্রতি দল খেলবে একে অন্যের সঙ্গে। প্রতি গ্রুপের শীর্ষ দুটি করে দল নিয়ে হবে ‘সুপার ৮।’ সেখানে দুই গ্রুপে থাকবে ৪টি করে দল। প্রতি গ্রুপের শীর্ষ দুটি করে দল খেলবে সেমি-ফাইনালে।