ঢাকা: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে রাজধানীর নয়াপল্টনে আওয়ামী লীগ নেতাদের জেলখানার প্রতীকী বন্দিদশা প্রদর্শন করেছে বিএনপি ও দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত র্যালিতে এ ব্যতিক্রমী দৃশ্য দেখা যায়।
বিএনপি নেতাকর্মীরা জানান, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে বিএনপির ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়েছিল। নেতাকর্মীদের বিনা কারণে গ্রেফতার, হয়রানি ও জেল-হাজতে পাঠানো ছিল নিত্যনৈমিত্তিক ঘটনা। আজ সেই আওয়ামী লীগের নেতারা নিজেরাই দুঃসময় পার করছেন—অনেকে আত্মগোপনে, অনেকে কারাগারে।

নেতাকর্মীদের দাবি, এই প্রতীকী বন্দিদশার আয়োজনের মাধ্যমে তারা অতীতের নির্যাতনের স্মৃতি স্মরণ করিয়ে দিতে চেয়েছেন।