Friday 07 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এই দিনে বিভাজন নয়, ঐক্য চাই: কাজী আলাউদ্দিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ নভেম্বর ২০২৫ ১৯:৫০ | আপডেট: ৭ নভেম্বর ২০২৫ ১৯:৫২

বক্তব্য দিচ্ছেন কাজী আলাউদ্দিন। ছবি: সারাবাংলা

সাতক্ষীরা: বিএনপি মনোনয়ন পাওয়া নেতা কাজী আলাউদ্দিন বলেছেন, ‘ওয়ান ইলেভেনের সময় অনেক এমপি দুর্নীতির দায়ে জেলে গিয়েছিল, কিন্তু আমার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়নি— কারণ আমি সবসময় মানুষের পাশে থেকেছি।’

তিনি আরও বলেন, ‘আজ জাতীয় সংহতি দিবস, এই দিনে আমি আহ্বান জানাই—বিভাজন নয়, ঐক্য চাই।

শুক্রবার (৭ নভেম্বর) বিকাল ৪টায় কালিগঞ্জ সরকারি মহিলা কলেজ সংলগ্ন মাঠে উপজেলা বিএনপির আয়োজনে আলোচনা সভায় এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে কাজী আলাউদ্দিন বলেন, ‘১৬ বছরের রাজনীতি দেখে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। গত পাঁচ বছরে দুই উপজেলার রাস্তাঘাট পিচ ঢালাই করেছি, প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি, কাঁকশিয়ালি ব্রিজ নির্মাণ করেছি, কলেজ-মাদ্রাসা, ইউনিয়ন কমপ্লেক্স ও বাজার উন্নয়ন করেছি। এজন্যই মানুষ আমাকে উন্নয়নের রূপকার বলে। আমরা সবাই মিলে দেশের উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় কাজ করব। সংহতির শক্তিতে অন্যায়, দুর্নীতি ও স্বার্থপর রাজনীতিকে পরাজিত করে জনগণের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য।’

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিকদলসহ থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন, পতাকা ও রঙিন বেলুন নিয়ে সুসজ্জিত মিছিল সহকারে সভাস্থলে সমবেত হন।

সভায় সভাপতিত্ব করেন কালিগঞ্জ বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও সাবেক এমপি কাজী আলাউদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু এবং সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আখতারুজ্জামান বাপ্পি। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. রোকনুজ্জামান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর