Friday 07 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত ব্যতীত নির্বাচন হবে তামাশার: ড. মাসুদ

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ নভেম্বর ২০২৫ ২০:৫৭

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি পটুয়াখালী-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত ব্যতীত নির্বাচন হবে তামাশার। প্রশাসনে দলীয়করণের ফলে নির্বাচনে সব দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা সম্ভব হবে না।

শুক্রবার (৭ নভেম্বর) রাজধানীর পুরানা পল্টনে মহানগর জামায়াতের হলরুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল উপজেলার ঢাকাস্থ কালীশুরী ইউনিয়নের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জুলাই সনদের আদেশ জারি ও গণভোটের বিষয়ে সময়ক্ষেপণ করে লাভ নাই, গণভোট জাতীয় নির্বাচনের আগেই হতে হবে। যতই গড়িমসি করে সময় নষ্ট করা হোক না কেন, আগে গণভোট তারপর জাতীয় নির্বাচন হতে হবে। নতুবা জনগণ জুলাই চেতনায় আবারও রাজপথে নেমে আসবে।

বিজ্ঞাপন

উপস্থিত বাউফলবাসীর উদ্দেশে ড. মাসুদ বলেন, যখনই গণভোট হয়, গণভোটের প্রস্তাবে হ্যাঁ ভোট দিতে হবে। গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান হলেই এদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার পথ চিরতরে বন্ধ হয়ে যাবে।

ঢাকাস্থ বাউফল নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এস এম রুহুল আমীনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বাউফল উপজেলার বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর