Friday 07 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণভোটের দাবি উপেক্ষা করলে জাতীয় নির্বাচন সংকটে পড়বে: পরওয়ার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ নভেম্বর ২০২৫ ২২:০৯

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: সংগৃহীত

খুলনা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “গণভোটের দাবি কোনো রাজনৈতিক দলের চাপ নয়—এটি জনদাবি। এই দাবি উপেক্ষা করা হলে জাতীয় নির্বাচন সংকটের মুখে পড়বে।”

তিনি বলেন, “জাতীয় ঐক্যমত্য কমিশনের জুলাই সনদ বাস্তবায়ন করে দ্রুত গণভোটের তারিখ ঘোষণা করতে হবে। তফসিল ঘোষণার আগেই গণভোটের আয়োজন করা জরুরি।”

শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় খুলনা-৫ আসনের ফুলতলা উপজেলার যুগ্নীপাশায় ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন জামায়াত নেতা।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, “গণভোটে কোনো ‘নোট অব ডিসেন্ট’ যুক্ত না করাই জনগণের দাবি। জুলাই সনদে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে, এখন সেগুলো থেকে ভিন্নমত পোষণ করা জাতীয় ঐক্যকে দুর্বল করবে।”

বিজ্ঞাপন

তিনি জানান, জামায়াতে ইসলামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্ধারিত জাতীয় নির্বাচনে অংশ নিতে প্রস্তুত। “সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হলে জুলাই সনদের ভিত্তিতে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে,” বলেন তিনি।

দল রাষ্ট্রক্ষমতায় গেলে শিক্ষা ব্যবস্থার সংস্কার, দুর্নীতিবিরোধী যুদ্ধ ও বৈষম্যমুক্ত সমাজ গঠনের অঙ্গীকারও করেন মিয়া গোলাম পরওয়ার।

সভায় সভাপতিত্ব করেন সৈয়দ আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি গাউসুল আজম হাদী, জেলা কর্মপরিষদ সদস্য শেখ সিরাজুল ইসলাম ও অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা, ফুলতলা উপজেলা আমির মাওলানা আব্দুল আলীম মোল্লা, সেক্রেটারি মাওলানা সাইফুল হাসান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি আলী আকবর মোড়ল, উপজেলা কর্মপরিষদ সদস্য ড. আজিজুল হক, ছাত্রশিবিরের খুলনা জেলা উত্তর এইচ আরডি সম্পাদক হুসাইন আহম্মেদ, জেলা পাঠাগার সম্পাদক বোরহান হোসেন, ফুলতলা থানা সভাপতি আব্দুর রহীম, ফুলতলা ইউনিয়ন আমির মাস্টার মফিজুল ইসলাম, ইউনিয়ন সেক্রেটারি হাফেজ আল আমীন প্রমুখ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর