বাগেরহাট: জেলার চিতলমারীতে পরকীয়ার জেরে স্বামীর গোপনাঙ্গ কেটে দিয়েছেন এক গৃহবধূ। শুক্রবার (৭ নভেম্বর) ভোরে উপজেলার মহিলা কলেজ রোড এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
আহত লিটন শেখ (৩৭) কচুয়া উপজেলার ঝালডাঙ্গা গ্রামের নজরুল শেখের ছেলে। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মুক্তি বিশ্বাস বলেন, “লিটনের গোপনাঙ্গ কর্তনের ঘটনা সত্য। তাকে গুরুতর অবস্থায় খুলনায় পাঠানো হয়েছে।”
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম জানান, লিটন কিছুদিন ধরে অন্য এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন। বিষয়টি জানতে পেরে তার স্ত্রী হাসনা বেগম শুক্রবার ভোরে স্বামী ঘুমন্ত অবস্থায় ধারালো ব্লেড দিয়ে গোপনাঙ্গ কেটে দেন।
পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় লিটনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর হাসনা বেগম দুই সন্তান ও মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যান। পুলিশ জানায়, কর্তিত অঙ্গ উদ্ধার করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এখনো মামলা হয়নি। ঘটনার পর থেকে স্ত্রী পলাতক এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।