চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে নিজ বাড়ির সামনে কুপিয়ে এক যুবককে খুন করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, চাঁদা চেয়ে না পেয়ে এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসী ওই যুবককে খুন করেছে।
শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নগরীর হালিশহর থানার মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. আকবর (৩৫) মাইজপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে। তার স্ত্রী ও তিন সন্তান আছে। তিনি স্ক্র্যাপের দোকানে চাকরি করতেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, বাড়ির অদূরে মোটরসাইকেলে আসা ৪-৫ জন সন্ত্রাসী আকবরকে অতর্কিতে ঘিরে ধারালো দা ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন আকবর। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক সারাবাংলাকে জানান, কুপিয়ে আহত যুবককে রাত ১১টার দিকে হাসপাতালে আনার পর জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
এদিকে নিহতের বড় বোন জোসনা বেগম সাংবাদিকদের কাছে দাবি করেছেন, স্ক্র্যাপের দোকানে চাকরির পাশাপাশি তার ভাই আকবর এলাকায় একটি ক্ষুদ্র সমবায় সমিতি পরিচালনা করতেন। সেখানে এলাকার লোকজন টাকা জমা রাখতেন, আবার ক্ষুদ্রঋণও দেওয়া হতো।
হালিশহর আবাসিক এলাকার বি-ব্লকের বাসিন্দা সোহেল ও কাশেমসহ কয়েকজন যুবক আকবরের কাছে ওই সমিতি থেকে চাঁদা দাবি করেছিলেন। চাঁদা দেবে না বলায় তাকে খুন করা হয়েছে বলে জোসনার ভাষ্য।
এ ঘটনায় হালিশহর থানা পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।