Saturday 08 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে একজনকে পিটিয়ে হত্যা

ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ নভেম্বর ২০২৫ ০৯:৩৬

বেগমগঞ্জ থানা।

নোয়াখালী: জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার হাজীপুর গ্রামে আব্দুল কাদের জিলানী ওরফে কান কাটা কাদেরকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

শুক্রবার (৭ নভেম্বর) রাতে উপজেলার চৌমুহনী পৌরসভার হাজীপুরের ছেরাং বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল কাদের জিলানী ওই পৌরসভার হাজীপুর ৯ নম্বর ওয়ার্ডের মৃত গোফরান মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানায়, আবদুল কাদের প্রকৃতই একজন খারাপ প্রকৃতির লোক। তিনি মাদকাসক্ত ও মাদক কারবারির সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধেই থানায় মাদক মামলাসহ আরও চারটি মামলা রয়েছে। এ মাদক কারবারির সঙ্গে কিছু লোকজনের বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে গতকাল (শুক্রবার) রাতে তার প্রতিপক্ষরা তাকে পিটিয়ে হত্যা করে হাজীপুরে ছেরাং বাড়ির সামনে ফেলে চলে যায়। পরে স্থানীয় লোকজন তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। রাতেই পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বিজ্ঞাপন

বেগমগঞ্জ থানার এস আই কুতুবউদ্দিন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেলের হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। এ ব্যাপারে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর