Saturday 08 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

স্টাফ করেসপন্ডেন্ট
৮ নভেম্বর ২০২৫ ১০:০৯

বায়ু দূষণ। ছবি: সারাবাংলা

ঢাকা: বিশ্বের অন্যতম দূষিত শহরের তালিকায় আবারও উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

শনিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক বায়ুমান পরিমাপক প্রতিষ্ঠান আইকিউএয়ার (IQAir)–এর তথ্যানুসারে, ঢাকার একিউআই (AQI) স্কোর ছিল ১৮৪, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

সম্প্রতি বৃষ্টিপাতের কারণে ঢাকার বায়ুমান কিছুটা উন্নতি হয়েছিল। তবে গত কয়েক দিন ধরে আবহাওয়া শুষ্ক থাকায় ধুলাবালি ও ধোঁয়ার পরিমাণ বেড়ে গেছে, ফলে শহরটির বাতাস আবারও দূষিত হয়ে উঠেছে।

এ সময় বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ছিল ভারতের দিল্লি, যার স্কোর ৫৭০—এটি ‘ঝুঁকিপূর্ণ’ মাত্রার মধ্যে পড়ে। দ্বিতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর (স্কোর ৩০৬), তৃতীয় স্থানে ঢাকা (১৮৪), চতুর্থ স্থানে কুয়েত সিটি (১৮০), আর পঞ্চম স্থানে ছিল মিশরের রাজধানী কায়রো (১৭৩)।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞদের মতে, ঢাকায় বায়ুদূষণের মূল কারণ হিসেবে দেখা যায়—নির্মাণকাজের ধুলা, যানবাহনের কালো ধোঁয়া, ইটভাটা, বর্জ্য পোড়ানো ও শিল্প কারখানার অপরিশোধিত ধোঁয়া।

একিউআই মানদণ্ড
০–৫০: ভালো
৫১–১০০: মাঝারি
১০১–১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর
১৫১–২০০: অস্বাস্থ্যকর
২০১–৩০০: খুব অস্বাস্থ্যকর
৩০১–৪০০: ঝুঁকিপূর্ণ

বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, বায়ুমান ‘অস্বাস্থ্যকর’ বা তার বেশি হলে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টসহ অন্যান্য অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকা উচিত এবং বাইরে অপ্রয়োজনে অবস্থান না করাই ভালো।

বায়ুদূষণ রোধে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, কার্যকর পরিবহন ব্যবস্থা, নির্মাণকাজে ধুলা নিয়ন্ত্রণ ও শিল্পকারখানায় নির্গমন নিয়ন্ত্রণ নীতিমালা কার্যকর করার আহ্বান জানিয়েছেন পরিবেশবিদরা।

বিজ্ঞাপন

আকিজ গ্রুপে কাজের সুযোগ
৮ নভেম্বর ২০২৫ ১২:০৮

আরো

সম্পর্কিত খবর