Saturday 08 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় ছেঁড়া হলো জামায়াত প্রার্থীর ব্যানার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ নভেম্বর ২০২৫ ১০:৫৫ | আপডেট: ৮ নভেম্বর ২০২৫ ১১:০৩

খুলনা: খুলনা-৪ আসনের জামায়াতে ইসলামী সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলামের নির্বাচনি ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৭ নভেম্বর) গভীর রাতে ৪ নম্বর টিএসবি ইউনিয়নের দক্ষিণ খাজাডাঙ্গা ৭ নম্বর ওয়ার্ডের ফারুকের মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি হাফেজ মাওলানা আব্দুল গফফার বলেন, রাতের আধারে কে বা কারা জামায়াতে ইসলামির প্রার্থীর নির্বাচনি ব্যানার ছিঁড়ে ফেলেছে। এ ঘটনার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।

৬ নম্বর ওয়ার্ড সভাপতি হাফেজ মো. হারুনর রশীদ বলেন, শনিবার (৮ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত হতে যাওয়া ভোটকেন্দ্র ভিত্তিক নির্বাচনি সমাবেশকে কেন্দ্র করে ব্যানার দেওয়া হয়েছিল। তবে রাতের আধারে তিনটি ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। এ ঘটনার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বিষয়টি তদন্ত পূর্বক দোষীদেরকে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

বিজ্ঞাপন

এ ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে টিএসবি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক অধ্যাপক আসাদুজ্জামান, ৭ নম্বর ওয়ার্ড যুব সভাপতি হাফেজ মো. আলামিন, শ্রমিক সভাপতি মো. মনিরুল ইসলাম, সেক্রেটারি হাফেজ মো. কামরুল ইসলাম, মো. সাইফুল ইসলাম, মো মনিরুজ্জামান, ফারুক শেখ, জাহাঙ্গীর ফকির, আরাফাতসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ছুটে আসেন।

উল্লেখ্য, গত রোববার (২৬ অক্টোবর) গভীর রাতে নৈহাটি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দেবীপুর সুতালের মোড়ে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলামের নির্বাচনি প্রচারের প্যানা ছিঁড়ে ফেলে দুর্বৃত্তরা।