Saturday 08 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনি প্রচারণার তোরণ ভাঙার প্রতিবাদে ফরিদপুরে ঝাড়ু মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ নভেম্বর ২০২৫ ১৪:১৪ | আপডেট: ৮ নভেম্বর ২০২৫ ১৬:০৫

মিছিলে স্থানীয় নারী-পুরুষ ঝাড়ু হাতে নিয়ে প্রতিবাদ জানায়। ছবি: সারাবাংলা

ফরিদপুর: ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মুফতি রায়হান জামিলের নির্বাচনি প্রচারণার তোরণ ভাঙ্গা এবং ব্যানার ফেস্টুন ছেড়ার প্রতিবাদে ঝাড়ু মিছিল হয়েছে চরভদ্রাসনে। মিছিলে স্থানীয় নারী-পুরুষ ঝাড়ু হাতে নিয়ে প্রতিবাদ জানায়।

শনিবার (৮ নভেম্বর) সকালে চরভদ্রাসন উপজেলার এমকে ডাঙ্গী থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।

চরভদ্রাসন, সদরপুর ও ভাঙ্গা উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-৪ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ঘোষণা দিয়ে প্রচার প্রচারণা চালাচ্ছেন মুফতি রায়হান জামিল। গত কয়েক দিনে বিভিন্ন স্থানে তার নির্বাচনি প্রচারণার তোরণ ভাঙচুর ও ব্যানার ছিড়ে ফেলা হয়।

বিজ্ঞাপন

এ সময় মুফতি রায়হান জামিল বলেন, জনগণ ভালবেসে যাকে ভোট দেবে তিনিই জয়ী হবেন। ব্যক্তি আক্রোশ বাদ দিয়ে জনতার জন্য কাজ করে ভালবাসা অর্জন করতে হবে। প্রতিপক্ষের ব্যানার ছিড়ে জনগণের সমর্থন আদায় হবে না।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

মেদ ঝরাতে ইয়োগা
৮ নভেম্বর ২০২৫ ১৫:১৯

আরো

সম্পর্কিত খবর