ভোলা: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ভোলার সাংবাদিকদের সঙ্গে ভোলা-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী গোলাম নবী আলমগীরের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) দুপুরে ভোলা প্রেসক্লাবের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় ভোলা-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীর বলেন, ‘আমি সংসদ সদস্য নির্বাচিত হলে ভোলার মানুষের দীর্ঘ দিনের দাবি ভোলা-বরিশাল সেতু নির্মাণ করা হবে। এ ছাড়াও ভোলার গ্যাসের ওপর নির্ভর করে বিভিন্ন শিল্পকারখানা নির্মাণ করে বেকারত্ব দূরসহ নানানমুখী উন্নয়ন কাজ করব।’
তিনি বলেন, ‘আমি এবং আমার দল আগামী সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করলে ভোলার মনুষের দীর্ঘদিনের ৬ দফা দাবিগুলোর বাস্তবায়ন করা হবে। যার মধ্যে রয়েছে ভোলার নদী ভাঙ্গন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা নেওয়া, মেডিকেল কলেজ স্থাপন, পাবলিক বিশ্ববিদ্যালয়, ভোলার গ্যাসকে কাজে লাগিয়ে শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, করে সাধারণ মানুষের আর্থ-সামাজিক উন্নননে কাজ করা।‘
তিনি আরও বলেন, ‘অতীতেও ভোলার মানুষের সঙ্গে ছিলাম বর্তমানেও আছি ভবিষ্যতেও থাকব এবং ভোলার মাটিই হবে আমার শেষ ঠিকানা।’
অনুষ্ঠানে ভোলা প্রেসক্লাবের আহ্বায়ক আমিরুল ইসলাম বাছেদের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ, হুমায়ুন কবির সোপান, এনামুল হক, ফজলুর রহমান বাচ্চু মোল্লা, বসির আহমেদ, সদস্য সচিব রাইসুল আলম, ইয়ারুল আলম লিটন, আজকের ভোলার সম্পাদক শওকাত হোসেন, এম এ বারী, নেয়ামত উল্যাহ, যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ, জিপি সালাউদ্দিন হাওলাদার, নারী ও শিশু ট্রাইব্যুনালের পিপি জাবেদ ইকবাল, বিএনপির ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।