ইবি: ডিজিটাল পেমেন্ট সিস্টেম চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক পিএলসির সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ।
শনিবার (৮ নভেম্বর) বিকেলে উপাচার্যের কার্যালয়ে ব্যাংকের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন এ এমডি ড. কামাল উদ্দিন জসিম এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।
ব্যাংকটির যশোর জোনের প্রধান শফিউল আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের এ এমডি ড. কামাল উদ্দিন।
এসময় বিশ্ববিদ্যালয়েরর উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান এবং আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. শাহজাহান আলীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
ব্যাংকের এ এমডি ড. কামাল উদ্দিন বলেন, ইসলামী ব্যাংক ও ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় এই উদ্যোগ দ্রুত এগিয়ে যাবে। আগে শিক্ষার্থীদের বিভিন্ন পেমেন্ট দিতে হতো লাইনে দাঁড়িয়ে ভোগান্তি পোহাতে হতো। আশা করছি, আগামী সপ্তাহ থেকেই তারা সব ধরনের পেমেন্ট ডিজিটালভাবে সম্পন্ন করতে পারবে।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটিয়ে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার দাবি পূরণ হতে যাচ্ছে। আমরা অনেক দিন ধরেই এই কার্যক্রম বাস্তবায়নের পথ খুঁজছিলাম। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে ইসলামী ব্যাংক এগিয়ে আসায় শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা আজ বাস্তব রূপ পাচ্ছে।’