Saturday 08 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আদর্শ দিয়ে মোকাবিলা করতে না পেরে শিবিরকে দমানোর চেষ্টা হয়’

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ নভেম্বর ২০২৫ ২১:০৩ | আপডেট: ৮ নভেম্বর ২০২৫ ২২:৪১

চট্টগ্রাম সরকারি কমার্স কলেজে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সাদ্দাম হোসেন।

চট্টগ্রাম ব্যুরো: আদর্শ দিয়ে মোকাবিলা করতে না পেরে অনেকে ছাত্রশিবিরকে নানাভাবে দমিয়ে দেওয়ার চেষ্টা করে বলে মন্তব্য করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সাদ্দাম হোসেন।

শনিবার (৮ নভেম্বর) চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। নগরীর ক্লাসিক ওয়ার্ল্ড কনভেনশন হলে এ অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সাদ্দাম হোসেন বলেন, ‘আমরা আদর্শিক ছাত্ররাজনীতিতে বিশ্বাসী। প্রতিষ্ঠালগ্ন থেকেই ইসলামী ছাত্রশিবির শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। এর ফলে আজ দেশের প্রায় প্রতিটি ক্যাম্পাসে ছাত্রশিবির ছাত্র-ছাত্রীদের আস্থার সংগঠনে পরিণত হয়েছে। যারা আদর্শ দিয়ে ছাত্রশিবিরকে মোকাবিলা করতে পারে না, তারা নানাভাবে সংগঠনকে দমিয়ে দেওয়ার চেষ্টা করে।’

বিজ্ঞাপন

‘কিন্তু আমরা কোনো ব্যক্তিকেন্দ্রিক সংগঠন করি না। ছাত্রশিবির কোনো ব্যক্তিকেন্দ্রিক সংগঠন নয়। আমরা শুধুমাত্র রাসুলের (সা.) আদর্শ অনুসরণ করি। নবীর (সা.) সময়েও মুশরিকরা ইসলামের বার্তা মানুষের কাছে পৌঁছাতে না দিতে তাকে ‘পাগল’, ‘জাদুকরসহ নানা অপবাদ দিত। আজও একই ধারা দেখা যায়।’

উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে কারিগরি শিক্ষার মান উন্নত করে সকল শিক্ষার্থীর জন্য সেটা বাধ্যতামূলক করা জরুরি বলে মত দেন ছাত্রশিবির সেক্রেটারি।

চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে চাকসু ভিপি ইব্রাহীম হোসেন রনি চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখা ছাত্রশিবির সভাপতি মাইমুনুল ইসলাম মামুন বক্তব্য দেন। এ সময় চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী এবং চট্টগ্রাম-১১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী শফিউল আলম উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আরডি/এইচআই