Saturday 08 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খেলাধুলা রাজনীতির ঊর্ধ্বে ঐক্যের প্রতীক: হাসনাত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ নভেম্বর ২০২৫ ২২:০৫ | আপডেট: ৮ নভেম্বর ২০২৫ ২৩:৪৭

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ছবি: সংগৃহীত

কুমিল্লা: “খেলাধুলা এমন এক মঞ্চ, যেখানে দল-মত, ধর্ম-বর্ণ ভুলে সবাই এক হয়ে যায়”— এমন বার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

শনিবার (৮ নভেম্বর) বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলার আব্দুল্লাহপুর হাজী আমীর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত “বৃহত্তর আব্দুল্লাহপুর ডাবল হুন্ডাকাপ ফুটবল টুর্নামেন্ট”-এর ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

হাসনাত বলেন, “খেলাধুলা রাজনীতির ঊর্ধ্বে একতার প্রতীক। আমরা প্রতিদিন খেলাধুলার মাধ্যমে একে অপরের সঙ্গে যুক্ত থাকি—এখানে দল-মতের পার্থক্য নেই। গ্রামের, ইউনিয়নের, সমাজের প্রশ্নে সবাই এক হয়ে কাজ করাই আমাদের সফলতা।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “ভোটের সময় যার যার দল থাকবে, যার ইচ্ছে তার পক্ষে কাজ করবে। কিন্তু সামাজিক ও মানবিক প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব—এটাই আমাদের শক্তি, এটাই ভবিষ্যতের বাংলাদেশ।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, হোসাইন মজুমদার, রয়েল কোচ বাসের মালিক সাইফুল ইসলাম খান এবং উপজেলা এনসিপির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম শামীম।

দিনব্যাপী আয়োজিত এ টুর্নামেন্ট মাঠজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে দেয়। খেলা দেখতে এলাকাবাসীর ঢল নামে, শিশু-কিশোর থেকে প্রবীণ পর্যন্ত সবাই উপভোগ করেন চূড়ান্ত ম্যাচের রোমাঞ্চ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর