Sunday 09 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিটের মূল্য কত?

ফাহিম মাশরুর স্পোর্টস করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২৫ ০৯:৩৯ | আপডেট: ৯ নভেম্বর ২০২৫ ১১:১১

মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ভারত

এএফসি এশিয়ান কাপের বাছাইপর্ব থেকে ছিটকে গেছে দুই দলই। বাংলাদেশ-ভারতের লড়াই যেন শুধুই নিয়ম রক্ষার। আগামী ১৮ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি দুই দল। এই ম্যাচকে সামনে রেখে জানা গেল টিকিটের মূল্য।

বাফুফে অবশ্য এখনো আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিটের দাম প্রকাশ করেনি। বাফুফের টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান গোলাম গাউস জানিয়েছেন, ‘আগামী ১০ নভেম্বর দুপুর ১২টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে। এবার গ্যালারির টিকিটের মূল্য ৫০০ টাকা করে।’

বাংলাদেশ-ভারত ম্যাচের জন্য ৯টি ক্যাটাগরিতে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। গ্যালারি ৫০০ টাকা, ক্লাব হাউজ ৫০০০ ও ৩০০০ টাকা, ভিআইপি ৪০০০ ও ৩০০০ টাকা, রেড বক্স ৬০০০ টাকা, কর্পোরেট বক্স ৮০০০ টাকা, স্কাই বক্স ৮০০০ ও স্কাই ভিউ ৭০০০ টাকা।

বিজ্ঞাপন

এর আগে সিঙ্গাপুর ও হংকং ম্যাচে গ্যালারির টিকিটের মূল্য ৪০০ টাকা হলেও ভারত ম্যাচের টিকিটের সর্বনিম্ন মূল্য ধরা হলো ৫০০ টাকা।

১৮ নভেম্বর রাত ৮ টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-ভারতের মর্যাদা রক্ষার লড়াই।

বিজ্ঞাপন

আরো

ফাহিম মাশরুর - আরো পড়ুন
সম্পর্কিত খবর